এবার চন্দ্রঘোনা ইউনিয়ন ও কাপ্তাই উপজেলা শাখা আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও যুবমহিলা লীগের ৯ নেতা পদত্যাগ করেছেন।
গেল ৪ ও ৫ আগষ্ট স্ব স্ব সংগঠনের উপজেলা সভাপতি সাধারণ সম্পাদকের বরাবরে পাঠানো পদত্যাগ পত্রের আবেদনে তারা সকলেই পারিবারিক অসুবিধার কথা উল্লেখ করেছেন। তবে তারা আবেদনপত্রে উক্ত পদ সমূহে নতুন নেতৃত্ব সৃষ্টি করে দলকে সচল রাখার পরামর্শ দিয়ে তারা দীর্ঘ রাজনৈতিক জীবনে দলীয় নেতাকর্মীদের মনে কোন কারণে কষ্ট দিয়ে থাকলে তাদের ক্ষমা করার অনুরোধ জানিয়েছেন ।
পদত্যাগী নেতৃবৃন্দরা হলেন,চন্দ্রঘোনা ইউনিয়ন আওয়ামীলীগ সদস্য, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংস্কৃতিক সম্পাদক মোঃ মামুন,ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মোঃ নুর নবী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক ও চন্দ্রঘোনা ইউনিয়ন শাখা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এমরান হোসেন ইমু,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ মাইন উদ্দিন, উপজেলা আওয়ামী যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবুল হাসনাত খোকন, ইউনিয়ন যুব লীগের সাংস্কৃতিক সম্পাদক এসডি হৃদয়, ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি রাজিব বড়ুয়া, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আাজিজুল হক, যুবমহিলা লীগের যুগ্ম আাহবায়ক মিলি বেগম। তবে পদত্যাগকারী এসব নেতাদের আবেদন কার্যকর করা হয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।
উল্লেখ্য, গেল ১ আগষ্ট উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ও চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী শাররীক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.