• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
ঋতুপর্নার চাকমার মাকে ক্যান্সার চিকিৎসায় রাঙামাটি জেলা পরিষদের তিন লক্ষ টাকা সহায়তা                    ১৭ বছর ধরে উন্নয়নের নামে ভাঁওতাবাজির করা হয়েছে-রুহুল কবীর রিজভি                    রাবিপ্রবি’তে জুলাই বিপ্লবের স্মরণে র‌্যালি ও দোয়া অনুষ্ঠিত                    পার্বত্য চট্টগ্রামে ছয় মাসে ১০৩টি মানবধিকার লংঘনের ঘটনা ঘটেছে                    কাপ্তাইয়ে সাতটি দোকান পুড়ে ছাই                    জুরাছড়িতে এসডিজির স্থানীয়করণ এবং ত্বরানিত লক্ষে কর্মশালা                    আহত অবস্থায় উদ্ধার করা সাম্বার হরিণটিকে বাঁচানো গেল না                    রাঙামাটিতে সাংবাদিকতা ও ফ্যাক্ট চেক বিষয়ক যুব প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত                    রাবিপ্রবি’র রিজেন্ট বোর্ডের ৭ম সভা অনুষ্ঠিত                    রাবিপ্রবি`র নির্মানাধীন দুটি ভবন থেকে চাঁদার দাবিতে দুর্বৃত্তদের সশস্ত্র মহড়া                    রাঙামাটি জেলা পরিষদে নিয়োগ ও শিক্ষা বৃত্তিতে বৈষম্য বন্ধ না হলে কঠোর আন্দোলন                    রাঙামাটিতে এইচএসসির পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক                    বিলাইছড়িতে বিশ্ব পরিবেশ দিবস পালন                    রাবিপ্রবি’তে একাডেমিক কাউন্সিলের ১২তম সভা অনুষ্ঠিত                    রাবিপ্রবি’তে পরিকল্পিত বনায়ন কার্যক্রমের উদ্বোধন                    রাঙামাটিতে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সাথে সনাক-টিআইবি’র অ্যাডভোকেসি সভা                    খাগড়াছড়িতে বীর শহীদদের প্রতি আরাফাত রহমান কোকোর ক্রীড়া পরিষদের শ্রদ্ধাঞ্জলী                    সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের গ্রেড উন্নীতকরণের দাবীতে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি                    পাহাড়ে খড়ের পরিবর্তে শুকনা কলা পাতায় মাশরুম চাষে সাফল্য                    লংগদুতে গৃহবধূকে ধর্ষন চেষ্টার অভিযোগে এক যুবক আটক                    পাহাড়ে হাতি ও মানুষরে দ্বন্দ্ব কমছে                    
 
ads

১৭ বছর ধরে উন্নয়নের নামে ভাঁওতাবাজির করা হয়েছে-রুহুল কবীর রিজভি

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Jul 2025   Wednesday

১৭ বছর ধরে উন্নয়নের নামে ভাঁওতাবাজির করেছে আওয়ামী ফ্যাসিস্ট সরকার বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, তিনি বলেন, একটা-দুইটা পদ্মা সেতু করলেই উন্নয়ন উন্নয়ন বলে বুলি আওড়ানো হতো। এতোদিন আমাদেরকে যে উন্নয়নের গল্প শোনানো হয়েছে, সেটি যে ভাওতাজি আর প্রতারনা ছিলো তার প্রমান ঋতুপর্ণার এই গ্রামের বাড়িতে এসে নিজ চোখে দেখেই বুঝতে পারলাম। পাহাড়ি এই এলাকায় উন্নয়নের কোনো ছৌয়া-ই লাগেনি! না আছে কোনো রাস্তা-ঘাট, না আছে কোনো যোগাযোগ ব্যব¯’া। এরাতো আর বাংলাদেশের বাইরের কেউ না। শুধু দুয়েকটা পদ্মাসেতু আর ফ্লাইওভার দেখিয়ে গত ফ্যাসিষ্ট সরকার মানুষের সাথে যেভাবে প্রতারনা করেছে আজ সেটা প্রমাণিত।
তিনি আরো বলেন, ঋতুপর্না অসাম্প্রদায়িক চেতনার মূলমন্ত্রকে ধারণ করে গোটা দেশকে আলোকিত করেছে মন্তব্য করে রিজভী বলেন বিগত ফ্যাসিষ্টের আমলে শোষণ, জুলুম নির্যাতনের মাধ্যমে দেশের প্রতিভাকে ঢেকে রাখার চেষ্ঠা করা হয়েছিলো; সেই অব¯’া থেকে উত্তরন ঘটিয়ে উম্মোচিত করে প্রতিভাগুলোকে পাদপ্রদীপের আলোর সামনে নেওয়ার কোনো ব্যব¯’া আমরা এখনো দেখছিনা।
বুধবার বাংলাদেশ নারী ফুটবল দলের খেলোয়াড় ও এএফসি নারী এশিয়ান কাপে নিশ্চিতের কারিগর ঋতুপর্নার চাকমা মা বসুপতি চাকমা ক্যান্সারে আক্রান্তের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদানকালে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড় ঋতুপর্ণা চাকমার মায়ের অসুস্থতার খবরে তার গ্রামের বাড়িতে যান বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার (৯ জুলাই) সকালে বৃষ্টি, দূর্গম পাহাড়ি পথে কাদাপানির ছড়া মাড়িয়ে ঋতুপর্ণার বাড়ি রাঙামাটির কাউখালী উপজেলার দুর্গম মগাছড়ি গ্রামে সফরসঙ্গীদের নিয়ে ছুটে যান কেন্দ্রীয় বিএনপির এই নেতা। মগাছড়ি গ্রামে পৌঁছে রুহুল কবির রিজভী ঋতুপর্ণার মা ভুজোপতি চাকমার সঙ্গে কথা বলেন। তিনি তার স্বাস্থ্যর খোঁজ-খবর নেন। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শুভে”ছা বার্তা পৌঁছে দেন বসুপতি চাকমার কাছে। এ সময় ‘আমরা বিএনপি পরিবার’ পক্ষ থেকে ১ লাখ টাকা এবং জেলা বিএনপি থেকে ১ লাখ টাকা দেওয়া হয় ভুজোপতি চাকমাকে। প্রতি মাসে কেমোথেরাপি দেওয়ার জন্য মাসে ৩০ হাজার টাকা করে ‘আমরা বিএনপি পরিবার’ থেকে দেওয়ার আশ্বাস দেওয়া হয়। ঋতুপর্ণা চাকমা মা বসুপতি চাকমা ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত ইতোমধ্যে তিনি তিনটি কেমো নিয়েছেন। প্রতি ২১ দিন অন্তর অন্তর তাকে চট্টগ্রাম নিয়ে কেমোথেরাপি দিতে হ”েছ। আমরা বিএনপি পরিবারের আহবায়ক আতিকুর রহমান রুমেন, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল, ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন ও জাতীয় প্রেসক্লাবের ব্যব¯’াপনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি, জেলা বিএনপি’র সভাপতি দীপন তালুকদার দীপু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, যুগ্ম সম্পাদক আলি বাবর,রাঙামাটি নগর বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুবুল বাসেত অপু প্রমুখ। এছাড়াও বিএনপির কাউখালী উপজেলা শাখার সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মোঃ মোতালেব, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি নুরুন্নবী, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর আলম তালুকদার, জেলা জাসাস সভাপতি কামাল হোসেন, ছাত্রদল সভাপতি ফারুক আহমেদ সাব্বির, মহিলা দল সাধারণ সম্পাদিকা সালেহা বেগম, কৃষক দল সাধারণ সম্পাদক রবিউল ইসলাম বাবলুসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় ঋতুপর্নার মা বসুপতি চাকমা আর্থিক সহায়তা দেওয়ার জন্য তারেক রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। ঋতুপর্নার বড় বোন পাম্পি চাকমা বলেন, তার মায়ের স্বাস্থ্যর অবস্থা তেমন একাট ভালো না। ইতোমধ্যে তিনটি কেমোথেপারি দেওয়া হয়েছে। আগামী ২৪ জুলাই আবারও কেমোথেপারি দিতে হবে তাকে।
রুহুল কবির রিজভি তার বক্তব্যে বলেন, নির্বাচন নিয়ে বিলম্ব ও পেছানো নানান যৌক্তিকতা খাড়া করে জনগনের অধিকারকে বানচাল করা শেখ হাসিনার মতো তা এদেশের মানুষ কখনো মেনে নেবে না । শেখ হাসিনার তথাকথিত নির্বাচনে ভোট কেন্দ্রে ভোটাররা যেতে পারেননি, সেখানে কুকুর বিড়াল ঘুরাফেরা করেছে, ওই সির্বাচনের দিন এখন শেষ হয়েছে। কারণ অসংখ্য রক্তের বিনিময়ে ৫আগষ্টে শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে গণতন্ত্রের পথ চলাচলের নির্বিঘ্ন হয়েছে। সেই গণতন্ত্রকে কেউ যাতে আটকাতে না পারে তার জন্য মোটামোটি প্রয়োজনীয় যে সংস্কারের দরকার সেটি সম্পন্ন করে খুবই দ্রুত নির্বাচনের ব্যবস্থা অন্তবর্তীকালীন সরকারে উচিত সেই কাজটি করবে।
রুহুল কবির রিজভী বলেন, জাতীয় নারী ফুটবলের দলের খেলোয়াড় ঋতুপর্ণা চাকমার মা অসু¯’। এই খবর শুনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দ্রুত ঋতুপর্ণা চাকমার মায়ের সঙ্গে দেখা করার নির্দেশনা দেন। নির্দেশনা পেয়ে আজ সকালে মগাছড়ি গ্রামে তার বাড়িতে আসি। ঋতুপর্ণা চাকমার মায়ের সঙ্গে দেখা করে তার রোগমুক্তির প্রার্থনা করেছি। তাকে তারেক রহমানের সহযোগিতা পৌঁছে দিয়েছি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ