• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
হিজাছড়ি আর্যরত্ন বন বিহারে কঠিন চীবর দান অনুষ্ঠিত                    ধর্ম্মোদয় বৌদ্ধ বিহারে ৪০তম দানোত্তম কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত                    জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করারসহ লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের দাবী                    নানিয়ারচরে সেনা অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ দুই ইউপিডিএফ সদস্য আটক                    পাহাড়ে শান্তি সম্প্রীতি সৌহার্দ্যপূর্ন সম্পর্ক ও উন্নয়ন চাই-পার্বত্য উপদেষ্টা                    সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রামে এক সাথে থাকতে চাই-পার্বত্য উপদেষ্টা                    সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে রাঙামাটিতে মানববন্ধন                    রাঙামাটিতে কঠিন চীবর দানোৎসবে নিরাপত্তায় থাকবে আইন-শৃংখলা সেনাবাহিনী                    নানিয়ারচরে নৌকা ডুবিতে নিখোজ দুই কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার                    লংগদুতে ঝড়ে নৌকা ডুবে মা ও দু্ই ছেলের মৃত্যু                    বিলাইছড়িতে পূজা মণ্ডপ পরিদর্শন করলেন জোন কমান্ডার                    ইউপিডিএফের অস্ত্রধারীদের এদেশ থেকে বিতাড়িত করা হবে-ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক                    খাগড়াছড়ির সহিংসতা ঘটনায় রাঙামাটির এনসিপির নিন্দা ও প্রতিবাদ                    গুইমারায় নিহত ৩জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর,১৪৪ ধারা বলবৎ                    রাঙামাটিতে রাজনৈতিক,ধর্মীয়,সামাজিক নেতৃবৃন্দের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়                    খাগড়াছড়ির উদ্ভূতপরিস্থিতি মোকাবেলায় পাহাড়ি-বাঙ্গালীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান-পার্বত্য উপদেষ্টা                    পাহাড়ে ফুটবলে বড় আসর ড.রামেন্দু শেখর দেওয়ান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন                    শুক্রবার পর্দা উঠছে ড.রামেন্দু শেখর দেওয়ান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট                    খাগড়াছড়িতে জুম্ম শিক্ষার্থীকে ধর্ষনের প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত                    বাঘাইছড়িতে প্রসবের পরবর্তী রক্তক্ষরণে এক নবজাতক মায়ের মৃত্যু                    
 
ads

১৭ বছর ধরে উন্নয়নের নামে ভাঁওতাবাজির করা হয়েছে-রুহুল কবীর রিজভি

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Jul 2025   Wednesday

১৭ বছর ধরে উন্নয়নের নামে ভাঁওতাবাজির করেছে আওয়ামী ফ্যাসিস্ট সরকার বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, তিনি বলেন, একটা-দুইটা পদ্মা সেতু করলেই উন্নয়ন উন্নয়ন বলে বুলি আওড়ানো হতো। এতোদিন আমাদেরকে যে উন্নয়নের গল্প শোনানো হয়েছে, সেটি যে ভাওতাজি আর প্রতারনা ছিলো তার প্রমান ঋতুপর্ণার এই গ্রামের বাড়িতে এসে নিজ চোখে দেখেই বুঝতে পারলাম। পাহাড়ি এই এলাকায় উন্নয়নের কোনো ছৌয়া-ই লাগেনি! না আছে কোনো রাস্তা-ঘাট, না আছে কোনো যোগাযোগ ব্যব¯’া। এরাতো আর বাংলাদেশের বাইরের কেউ না। শুধু দুয়েকটা পদ্মাসেতু আর ফ্লাইওভার দেখিয়ে গত ফ্যাসিষ্ট সরকার মানুষের সাথে যেভাবে প্রতারনা করেছে আজ সেটা প্রমাণিত।
তিনি আরো বলেন, ঋতুপর্না অসাম্প্রদায়িক চেতনার মূলমন্ত্রকে ধারণ করে গোটা দেশকে আলোকিত করেছে মন্তব্য করে রিজভী বলেন বিগত ফ্যাসিষ্টের আমলে শোষণ, জুলুম নির্যাতনের মাধ্যমে দেশের প্রতিভাকে ঢেকে রাখার চেষ্ঠা করা হয়েছিলো; সেই অব¯’া থেকে উত্তরন ঘটিয়ে উম্মোচিত করে প্রতিভাগুলোকে পাদপ্রদীপের আলোর সামনে নেওয়ার কোনো ব্যব¯’া আমরা এখনো দেখছিনা।
বুধবার বাংলাদেশ নারী ফুটবল দলের খেলোয়াড় ও এএফসি নারী এশিয়ান কাপে নিশ্চিতের কারিগর ঋতুপর্নার চাকমা মা বসুপতি চাকমা ক্যান্সারে আক্রান্তের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদানকালে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড় ঋতুপর্ণা চাকমার মায়ের অসুস্থতার খবরে তার গ্রামের বাড়িতে যান বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার (৯ জুলাই) সকালে বৃষ্টি, দূর্গম পাহাড়ি পথে কাদাপানির ছড়া মাড়িয়ে ঋতুপর্ণার বাড়ি রাঙামাটির কাউখালী উপজেলার দুর্গম মগাছড়ি গ্রামে সফরসঙ্গীদের নিয়ে ছুটে যান কেন্দ্রীয় বিএনপির এই নেতা। মগাছড়ি গ্রামে পৌঁছে রুহুল কবির রিজভী ঋতুপর্ণার মা ভুজোপতি চাকমার সঙ্গে কথা বলেন। তিনি তার স্বাস্থ্যর খোঁজ-খবর নেন। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শুভে”ছা বার্তা পৌঁছে দেন বসুপতি চাকমার কাছে। এ সময় ‘আমরা বিএনপি পরিবার’ পক্ষ থেকে ১ লাখ টাকা এবং জেলা বিএনপি থেকে ১ লাখ টাকা দেওয়া হয় ভুজোপতি চাকমাকে। প্রতি মাসে কেমোথেরাপি দেওয়ার জন্য মাসে ৩০ হাজার টাকা করে ‘আমরা বিএনপি পরিবার’ থেকে দেওয়ার আশ্বাস দেওয়া হয়। ঋতুপর্ণা চাকমা মা বসুপতি চাকমা ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত ইতোমধ্যে তিনি তিনটি কেমো নিয়েছেন। প্রতি ২১ দিন অন্তর অন্তর তাকে চট্টগ্রাম নিয়ে কেমোথেরাপি দিতে হ”েছ। আমরা বিএনপি পরিবারের আহবায়ক আতিকুর রহমান রুমেন, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল, ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন ও জাতীয় প্রেসক্লাবের ব্যব¯’াপনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি, জেলা বিএনপি’র সভাপতি দীপন তালুকদার দীপু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, যুগ্ম সম্পাদক আলি বাবর,রাঙামাটি নগর বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুবুল বাসেত অপু প্রমুখ। এছাড়াও বিএনপির কাউখালী উপজেলা শাখার সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মোঃ মোতালেব, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি নুরুন্নবী, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর আলম তালুকদার, জেলা জাসাস সভাপতি কামাল হোসেন, ছাত্রদল সভাপতি ফারুক আহমেদ সাব্বির, মহিলা দল সাধারণ সম্পাদিকা সালেহা বেগম, কৃষক দল সাধারণ সম্পাদক রবিউল ইসলাম বাবলুসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় ঋতুপর্নার মা বসুপতি চাকমা আর্থিক সহায়তা দেওয়ার জন্য তারেক রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। ঋতুপর্নার বড় বোন পাম্পি চাকমা বলেন, তার মায়ের স্বাস্থ্যর অবস্থা তেমন একাট ভালো না। ইতোমধ্যে তিনটি কেমোথেপারি দেওয়া হয়েছে। আগামী ২৪ জুলাই আবারও কেমোথেপারি দিতে হবে তাকে।
রুহুল কবির রিজভি তার বক্তব্যে বলেন, নির্বাচন নিয়ে বিলম্ব ও পেছানো নানান যৌক্তিকতা খাড়া করে জনগনের অধিকারকে বানচাল করা শেখ হাসিনার মতো তা এদেশের মানুষ কখনো মেনে নেবে না । শেখ হাসিনার তথাকথিত নির্বাচনে ভোট কেন্দ্রে ভোটাররা যেতে পারেননি, সেখানে কুকুর বিড়াল ঘুরাফেরা করেছে, ওই সির্বাচনের দিন এখন শেষ হয়েছে। কারণ অসংখ্য রক্তের বিনিময়ে ৫আগষ্টে শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে গণতন্ত্রের পথ চলাচলের নির্বিঘ্ন হয়েছে। সেই গণতন্ত্রকে কেউ যাতে আটকাতে না পারে তার জন্য মোটামোটি প্রয়োজনীয় যে সংস্কারের দরকার সেটি সম্পন্ন করে খুবই দ্রুত নির্বাচনের ব্যবস্থা অন্তবর্তীকালীন সরকারে উচিত সেই কাজটি করবে।
রুহুল কবির রিজভী বলেন, জাতীয় নারী ফুটবলের দলের খেলোয়াড় ঋতুপর্ণা চাকমার মা অসু¯’। এই খবর শুনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দ্রুত ঋতুপর্ণা চাকমার মায়ের সঙ্গে দেখা করার নির্দেশনা দেন। নির্দেশনা পেয়ে আজ সকালে মগাছড়ি গ্রামে তার বাড়িতে আসি। ঋতুপর্ণা চাকমার মায়ের সঙ্গে দেখা করে তার রোগমুক্তির প্রার্থনা করেছি। তাকে তারেক রহমানের সহযোগিতা পৌঁছে দিয়েছি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ