রাঙমাটি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ মনিরুজ্জামান মঙ্গলবার বিলাইছড়ি উপজেলার ভিন্ন প্রকল্প পরিদর্শন করেছেন।
সকালে তিনি দীঘলছড়ি গ্রামে পার্টনার ফিল্ড স্কুল ( পিএফএস) পুষ্টি ও কৃষক সেবা কেন্দ্র, ধুপ্যাচর পাড়ায় বস্তায় আদা চাষ ও মাচায় সব্জি চাষ এবং পরে পুষ্টি বাগান পরিদর্শন করেন। পরে তিনি ২০২৫-২৬ অর্থ বছরে অনাবাদি পতিত জমি ও বসতবাড়ি আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন ( ১ম ও ২য় সংশোধিত) - প্রকল্পের আওতায় উপজেলায় মিলনায়তন ও কনফারেন্স হলরুমে। কৃষক / কৃষাণীদের প্রশিক্ষণ পরিদর্শন পূর্বক নিজেই কিছুক্ষণ প্রশিক্ষণ প্রদান করেন।
প্রশিক্ষণে উপস্থিত ছিলেন, বিলাইছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা রাজেশ প্রসাদ রায়, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ওমর ফারুক, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ আলী, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সুমন গুপ্ত, উপ-সহকারী কৃষি কর্মকর্তা বিভূতি ভূষণ চাকমা, অনুময় চাকমা, বদিউল আলম, সুকান্ত মদক, রুবেল বড়ুয়া এবং সুব্রত গুপ্ত।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.