• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    দরপত্র বিজ্ঞপ্তি                    রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত                    বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রইফের সমাধিতে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন                    রাঙামাটিতে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ                    পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহবান                    আগামী ক্রয়োদশ সংসদ নির্বাচনে জেএসএস অংশ নিচ্ছে                    রাঙামাটিতে মেডিকেল টেকনোলজিষ্ট ও ডিপ্লোমা ফার্মামিষ্টদের কর্মবিরতি পালন                    ৯৯নং রাঙামাটি আসনের বিএনপির প্রার্থী দীপেন দেওয়ানের মতবিনিময় সভা                    নবাগত জেলা প্রশাসক নাজমা আশরাফীর সাথে সাংবাদিকদের মতবিনিময়                    শিক্ষক নিয়োগে কোটা বৈষম্যের প্রতিবাদে রাঙামাটিতে বৃহস্পতিবার থেকে ৩৬ ঘন্টার হরতাল                    তরুণ কবি ম্যাকলিন চাকমার একগুচ্ছ কবিতা                    সাজেকে মোবাইল নেটওয়ার্ক ফের চালুতে স্বস্তি                    চ্যাম্পিয়ন বিলাইছড়ি রাইংখ্যং একাদশ                    ফেন্সি স্কিন কেয়ার প্রোডাক্টস’র রাঙামাটিতে গ্র্যান্ড ওপেনিং                    বিলাইছড়িতে ঐতিহাসিক ৭ নভেম্বর উদযাপিত                    খাগড়াছড়ির অনন্য এক প্রাথমিক শিক্ষক রুপা মল্লিক,যাঁর পথচলার বাঁকে বাঁকে শ্রম আর সাফল্য                    পরবর্তী বাংলাদেশের এনসিপি নেতৃত্বে দেবে-হাসনাত আবদুল্লাহ                    
 
ads

রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের সাথে আন্তর্জাতিক দাতা সংস্থার প্রতিনিধিদের সাক্ষাত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Nov 2014   Wednesday

বুধবার রাঙামাটিতে সফরত দাতা সংস্থা প্রতিনিধিরা রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন।জেলা পরিষদ সন্মেলন কক্ষে সফর আর্ন্তজাতিক দাতা সংস্থা প্রতিনিধিদের সাথে সৌজন্য সাক্ষাতকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা সাক্ষাত করেন। এসময় জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম জাকির হোসেন এবং জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরা উপস্থিত ছিলেন। প্রতিনিধি দলের মধ্যে ছিলেন ইউএন সিএইচটি প্রোগাম ফরমুলেশন টিমের সদস্যদের মধ্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোঃ আব্দুল মজিদ আকন্দ, বাংলাদেশ সরকারের এক্সটারনাল রিসোর্স ডিভিসনের যুগ্ন সচিব মোঃ মনিরুল ইসলাম ও প্লানিং কমিশন এর সিনিয়র এসিস্টেন্ট চীফ আব্দুল জব্বার, ইউএসএইড এরআজহারুল হাসান মজুমদার, ইউনিসেফের লুইস মোভনো ও মাধুরী ব্যানার্জী, ইউরোপীয় ইউনিয়নের ফ্রেব্রিজিও সিনসি, ইউএনডিপি’র নিক বেরিসফ্রোর্ড, ফ্রেনসিন পিকআপ ওহেনরিক লারসেন, জাপান এ্যাম্বেসীর রিকো হারা, এইএনএফপি’র লরিকাটো,ডব্লিউএফপির জিমি রিচার্ডসন,ফাউ এর ডেভিদ দোলান এবং ইউরোপিয়ন ইউনিয়নের এনালিক্সি,ই্সউএনডিপি-এইচডিএফের সহকারী পরিচালক প্রসেনজিত চাকমা ।উল্লেখ্য, ইউএন সিএইচটি প্রোগাম ফরমুলেশন এর জন্য গঠিত এ দলটি ২২ নভেম্বর থেকে ২৮ নভেম্বর পর্যন্ত পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ, তিন পার্বত্য জেলা পরিষদ, তিন পার্বত্য জেলার সামরিক এবং বেসামরিক প্রশাসন, সিভিল সোসাইটি, ট্রাডিশনাল নেতৃত্ব এবং এনজিও প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাত করার কথা রয়েছে।সাক্ষাৎকালে পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা বলেন, গণতন্ত্রকে বিকশিত করতে হলে নির্বাচনের কোন বিকল্প নেই। তাই পার্বত্য চট্টগ্রামে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে জেলা পরিষদের পাশাপাশি পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের নির্বাচন হওয়া উচিত। নির্বাচিত পরিষদ গণতন্ত্রের বিকাশে সঠিকভাবে কাজ করতে পারে বলে তিনি দাতা সংস্থার প্রতিনিধিদের জানান।তিনি আরও বলেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তি অনুযায়ী ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, পার্বত্য জেলা পরিষদ এবং পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ একই প্রশাসনিক ধারায় আসার কথা থাকলেও ভিন্ন ভিন্ন আইনে বাংলাদেশের অন্য জেলার মত পার্বত্য চট্টগ্রামও শাসিত হচ্ছে। এক্ষেত্রে সকল জনপ্রতিনিধিত্বশীল প্রতিষ্ঠানগুলো একই প্রশাসনিক ছাতার অধীনে শাসিত হলে সুশাসন নিশ্চিত হওয়ার পাশাপাশি উন্নয়নের সুফল এলাকার জনগণ পাবে।পার্বত্য অঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠির শিক্ষা, স্বাস্থ্য, কৃষিসহ বিভিন্ন খাতে দাতাদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে পরিষদ চেয়ারম্যান বলেন, বিগত ৫ বছরে ইউএনডিপি-সিএইচটিডিএফ এবং পার্বত্য জেলা পরিষদগুলোর মধ্যে যৌথ উদ্যোগে কাজ বাস্তবায়নের অভিজ্ঞতা সন্তোষজনক। তিনি দাতা সংস্থাগুলোর আগামী প্রকল্পে মানুষের আর্থিক সক্ষমতা বৃদ্ধির জন্যে জেলার অবকাঠামো উন্নয়নের পাশাপাশি পর্যটন শিল্প উন্নয়নে অর্থ বরাদ্দেরও আহ্বান জানান।

–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
আর্কাইভ