• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে সনাকের বলপিয়ে আদাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসিজি’র গ্রুপ গঠন                    রাঙামাটিতে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত                    জীববৈচিত্র্য পরিবেশগত ভারসাম্য রক্ষায় সবুজায়নের খাগড়াছড়িতে চারা বিতরণ                    রামগড়ে মা-মেয়েকে গলা কেটে হত্যা                    অনিয়মের অভিযোগে রাঙামাটি জনস্বাস্থ্য প্রকৌশলে দুদকের অভিযান                    প্রান্তিক জনগোষ্ঠীকে সরকারী সেবা সম্পর্কে অবহিত করতে গণ সংলাপ                    রাজস্থলীর মিতিঙ্গাছড়িতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা                    কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাটে ফের পানি ছাড়া হচ্ছে                    রাঙামাটিতে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের প্রথম আলোর সংবর্ধনা                    সাজেক পর্যটনে অগ্নিকান্ডে ঘটনার ছয় মাস পর কটেজ-রিসোর্ট স্থাপনা নির্মাণে লাইন্সে প্রদান                    কাউখালীতে আগুনে ক্ষতিগ্রস্ত দিনমজুরকে নতুন ঘর দিল সেনাবাহিনী                    খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রামের উত্তরাঞ্চলের মগপার্টির সশস্ত্র বিভাগের প্রধান নিহত                    রাঙামাটিতে পর্যটন স্পটে যত্রতত্র প্লাস্টিক বোতল,ফুটপাত দখল দুঃখজনক-জেলা প্রশাসক                    রাজস্থলীতে সেনাবাহিনীর উদ্যোগে কারবারি সম্মেলন অনুষ্ঠিত                    রাবিপ্রবি’তে আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত                    কাপ্তাইয়ে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ                    রাঙামাটিতে মহিলা অধিদপ্তরের সাথে সনাকের অ্যাডভোকেসি সভা                    কাউখালীতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদন্ড                    বিলাইছড়িতে সামাজিক নিরাপত্তা বেষ্টনী বিষয়ে সংলাপ অনুষ্ঠিত                    বিলাইছড়িতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবসে আলোচনা সভা                    শুধু মুখের কথা ও কাগজে লেখা নয় বাস্তবে অন্তর্ভূক্তিমূলক দেখতে চাই -সন্তু লারমা                    
 
ads

সাজেক পর্যটনে অগ্নিকান্ডে ঘটনার ছয় মাস পর কটেজ-রিসোর্ট স্থাপনা নির্মাণে লাইন্সে প্রদান

বিশেষ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Aug 2025   Monday

ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনার প্রায় ছয় মাস পর সাজেক রুইলুই পর্যটন কেন্দ্রে ক্ষতিগ্রস্ত কটেজ-রিসোর্ট,দোকান ও রেস্তোঁরা মালিকদের স্থাপনা পুনঃ নির্মাণে অনুমোদন হিসেবে লাইসেন্স প্রদান করেছে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ। সোমবার অনুষ্ঠানিকভাবে ৭২টি রিসোর্ট-কটেজ,দোকান ও রেস্তোঁরা স্থাপনা নির্মাণে এ লাইসেন্স দেওয়া হয়।
উল্লেখ্য, গেল ২৪ ফেব্রুয়ারী সাজেক পর্যটন কেন্দ্রের প্রথমে ইকো ভ্যালী রিসোর্টে থেকে ভয়াবহ আগুনের সূত্রপাত ঘটে। এতে ১০২টি কটেজ-রির্সোট, রেস্তোঁরা,দোকানঘর ও বসতঘর পুড়ে যায়। এর মধ্যে ৩৮টি রিসোর্ট-কটেজ, ২২টি দোকানঘর,৭টি রেস্তোরা ও ৩৮টি বসতঘর ছিল। ৩৫টি ও ৩টি আংশিক রিসোর্ট-কটেজ পুড়ে গিয়ে ক্ষতির পরিমাণ প্রায় ৩০ কোটি ৬ লাখ টাকা। এছাড়া ৩৮টি বসত ঘর পুড়ে প্রায় ৫কোটি টাকার পুড়ে ক্ষতি হয়েছে। জেলা প্রশাসন থেকে রাঙামাটি জেলা প্রশাসনের স্থানীয় সরকার প্রকৌশলের প্রধান প্রকৌশলী মোবারক হোসেনকে প্রধান করে পাচ সদস্যর একটি তদন্ত কমিটি গঠন করে দেওয়া হয়। এ তদন্ত কমিটির ধারনা বিদ্যুতের শর্ট সার্কিট বা সিগারেটের পরিত্যক্ত আগুন থেকে অথবা দাহ্য পদার্থ থেকে এ আগুন লাগতে পারে।
জানা যায়, সাজেক পর্যটন কেন্দ্রে আগুন লাগার ঘটনার পর পর্যটন কেন্দ্র এলাকায় যত্রতত্র স্থাপনা নির্মাণ, অগ্নি দুর্ঘটনা পরিলক্ষিত হওয়া ছাড়াও অপরিকল্পিত হোটেল ও রিসোর্ট নির্মাণের ফলে সাজেকের প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট হওয়ার পাশাপাশি পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ার আশঙ্কার কথাটি বিভিন্ন মহলের থেকে দাবী উঠে আসে। এসব বিষয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয় পার্বত্য চুক্তি অনুযায়ী হস্তান্তরিত পর্যটন বিভাগের দায়িত্বপ্রাপ্ত রাঙামাটি পার্বত্য জেলা পরিষদকে নির্দেশ দেয়। পরে সাজেক পর্যটন কেন্দ্রে কটেজ-রির্সোট, রেস্তোঁরা,দোকানঘর স্থাপনা নির্মাণে পরিষদের পূর্বানুমোদন ছাড়া নির্মাণ না করার নির্দেশনা আদেশ জারি করে। জেলা পরিষদের যাচাই-বাছাই ও পরির্দশনের পর ৭২টি রিসোর্ট-কটেজসহ অন্যান্য স্থাপনা পুনঃ নির্মানে চুড়ান্ত অনুমোদন দেয়। এর মধ্যে রয়েছে ৩৩টি রিসোর্ট, বাকী ৩৯টি কটেজ, রেষ্টুরেন্ট ও দোকানঘর।
সোমবার সাজেক রুইলুই পর্যটন কেন্দ্রে ক্ষতিগ্রস্ত কটেজ-রিসোর্ট,দোকান ও রেস্তোঁরা মালিকদের স্থাপনা পুনঃ নির্মাণে অনুমোদন হিসেবে লাইসেন্স প্রদান করেছে জেলা পরিষদ। এতে লাইসেন্স প্রদান করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সন্মেলন কক্ষে পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার আনুষ্ঠানিভাবে ৭২টি রিসোর্ট-কটেজ,দোকান ও রেস্তোঁরার মালিকদের কাছে স্থাপনা নির্মাণে অনুমোদন হিসেবে লাইসেন্স প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন পরিষদের সদস্যরা ছাড়াও পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম, সাজেক রিসোর্ট-কটেজ মালিক সমিতি সভাপতি সুপর্ণ দেববর্মনসহ সমিতির নেতৃবৃন্দ ও ক্ষতিগ্রস্ত মালিকরা।
সাজেক রিসোর্ট-কটেজ মালিক সমিতি সভাপতি সুপর্ণ দেববর্মন জানান, গত ২৪ ফেব্রুয়ারী অগ্নিকান্ডে পর্যটন কেন্দ্রের একটি অংশে ৩৮টি কটেজ-রিসোর্টসহ ১০২টি স্থাপনা পুড়ে যায়। এর মধ্যে ৭২টি কটেজ-রিসোর্ট,দোকান,রেষ্টুরেণ্টকে স্থাপনা পুনঃ নির্মাণের জন্য জেলা পরিষদ থেকে লাইসেন্স প্রদান করা হয়েছে। মালিকরা অনুমোদন পাওয়া এসব স্থাপনার কাজ যখন ইচ্ছে তখন কাজ শুরু করতে পারবেন।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার বলেন, সাজেক পর্যটন কেন্দ্রে যেসব রিসোর্ট-কটেজ,দোকার, রেষ্টুরেণ্ট রয়েছে সেগুলোকে একটা শৃংখলা ও নিয়ন্ত্রণে নিয়ে আসতে মুলত এ লাইসেন্স প্রদান করা হয়েছে। যাতে এসব রিসোর্ট-কটেজসহ অন্যান্য স্থাপনাগুলো এখানকার পাহাড়ী পরিবেশের আদলে হয়, সৌন্দর্যসহ স্থাপনাগুলো দুরত্ব বজায় রাখা হয়। যাদের স্থাপনা নির্মাণে জেলা পরিষদ থেকে লাইসেন্স দেওয়া হয়েছে তারা ব্যাংক ঋণের সুবিধার পাশাপাশি সরকারী অন্যান্য ঋণের সুযোগ-সুবিধা পাবেন।
তিনি আরো বলেন, সাজেক পর্যটন কেন্দ্রে ফায়ার সার্ভিস ষ্টেশন, হাসপাতাল, গাড়ী ষ্টেশন ও ট্যুরিষ্ট পুলিশের কার্যালয় করার চেষ্টা চলছে। তাছাড়া পানি সংকট নিরসন করতে চেষ্টা চলছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ