পার্বত্য চট্টগ্রামে নারীদের প্রতি সহিংসতা ও এর প্রতিরোধে রাঙামাটির কাউখালীতে জনসচেতনতা শোভাযাত্র ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।উপজেলা পরিষদ প্রাঙ্গনে ইউএনডিপি ও সিএইচটিডিএফের সহায়তায় আলোচনা সভায় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশের জাপান দুতাবাসের প্রতিনিধি মিটসুপেকে নুমা হাতা, রেইকো হারা, ইউএডিপির পার্বত্য চট্টগ্রামের লিডার ঝুমা দেওয়ান, উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া আক্তার, ব্লাস্টের রাঙামাটি সমন্বয়ক এ্যাড. জুয়েল দেওয়ান, রাঙামাটি ভিকটিম সাপোর্ট সেন্টারে ইনচার্জ হ্যামিপ্রু মারমা। এর আগে উপজেলা প্রাঙ্গন থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি কাউখালী প্রেস ক্লাব চত্বর ঘুরে উপজেলা প্রশাসন কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়।সভায় বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামের নারীরা সহিংসতার শিকার হলেও সচেতনতার অভাবে তারা এর সুচিার পাচ্ছেন না। এর কারণে দিন দিন নারীর প্রতি সহিংসতা বাড়ছে। এই সহিংসতা বন্ধের জন্য নারী প্রতি সহিংসতা ও এর প্রতিরোধ সচেতন হতে হবে।
–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.