• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
খাগড়াছড়িতে গর্ভবতী নারী ও কিশোরীদের মোবাইল প্রজনন স্বাস্থ্য সেবা ক্যাম্প                    অবশেষে তিন পার্বত্য জেলা পরিষদের অর্ন্তবর্তীকালীন পরিষদ পূর্নগঠন                    সাংবাদিক প্রদীপ চৌধুরীর মুক্তির দাবীতে রাঙামাটিতে প্রতীকি কর্মবিরতি                    খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি আটক                    খাগড়াছড়িতে সাম্প্রতিক সহিংসতায় ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শনে পার্বত্য উপদেষ্টা                    খাগড়াছড়িতে দোকান ভাংচুর ও লুটপাট মামলায় ৫ জন আটক                    খাগড়াছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্থদের চিকিৎসা ও ওষুধ বিতরণ                    খাগড়াছড়িতে সংঘাত, নৈরাজ্য ও অস্থিতিশীলতার বিরুদ্ধে সম্প্রীতি সমাবেশ                    খাগড়াছড়িতে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে,সাপ্তাহিক হাটে উপস্থিতি কম                    খাগড়াছড়ি পৌরসভা এলাকায় ১৪৪ ধারা চলছে,এখনো থমথমে অবস্থা                    অনাকাংখিত পরিস্থিতি এড়াতে খাগড়াছড়ি জেলা সদরে ১৪৪ ধারা জারি                    পানছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত নারী ও কিশোরীকে চিকিৎসা ও ওষুধ বিতরণ                    মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্থ দুইশত পাহাড়ি-বাঙালিকে চিকিৎসা সেবা ও ঔষুধ বিতরণ                    খাগড়াছড়ি ও রাঙ্গামাটির সহিংস ঘটনার তদন্ড শুরু করেছেন তদন্ড কমিটি                    খাগড়াছড়িতে নিহতদের স্বরনে মোমবাতি প্রজ্জলন                    খাগড়াছড়ির ৭২ ঘন্টা সড়ক অবরোধ পালিত,সাজেকের আটকে পড়া পর্যটকরা ফিরবেন আজ                    সড়ক অবরোধের দ্বিতীয় দিন সাজেকে আটকা পড়েছেন প্রায় ১৪শ পর্যটক                    আগামীতে যেন আর ভুল বুঝাবুঝি সৃষ্টি না হয়, সজাগ থাকতে হবে-হাসান আরিফ                    শান্তিপূর্ণভাবে সড়ক অবরোধের প্রথমদিন চলছেনা দুরপাল্লার গাড়ি                    দীঘিনালায় সহিংস ঘটনায় নিহত ৩, আহত ১০                    দীঘিনালায় দুপক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া,বাজারে আগুনে পুড়েছে অর্ধ শতাধিক দোকানপাট                    
 
ads

আস্থা প্রকল্পের সরকারি কর্মকর্তা ও অংশীজনদের পরামর্শ সভা অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Jun 2024   Wednesday

আস্থা প্রকল্পের আওতায় বুধবার রাঙামাটিতে সরকারি কর্মকর্তা ও অন্যান্য অংশীজনদের পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

রাঙামাটি সদর উপজেলা পরিষদ মিলনায়তনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত পরামর্শ সভায় রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও আস্থা প্রকল্পের সদস্য এম কামাল উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন  সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কৌশিক চাকমা, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের প্রতিনিধি বিপুল চাকমা,সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ¯িœগ্ধা চাকমা ও তপন চাকমা প্রমূখ। সভায় সদর উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সিভিক প্ল্যাটফর্ম, আস্থা প্রকল্পের কর্মকর্তা ও যুবা সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় স্বাগত রাখেন,আস্থা প্রকল্পের ফিল্ড অফিসার রবিন চন্দ্র চাকমা। এসময় আস্থা প্রকল্পের জেলা সমন্বয়ক বিপ্লব চাকমা মাল্টিমিডিয়ার মাধ্যমে প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য উপস্থাপন করেন। পরে পাহাড়ের মানবাধিকার নিয়ে সংশয়,সম্প্রদায়িক সম্প্রীতি, যুবকদের স্বাবলম্বী ও ক্ষমতায়ন, বাল্যবিবাহ,মাদক,ইভটিজিং, যুবকদের শর্ত ছাড়াই প্রশিক্ষণ, মানবিক মূল্যবোধ ও যুবনীতি ২০১৭ এর উপর মুক্ত আলোচনা করা হয়।

সভায় সরকারী কর্মকর্তারা যুব নীতিমালা ও নানান অভিজ্ঞতার কথা তুলে বিভিন্ন আর্থ কর্ম সংস্থানমুখী প্রশিক্ষণ দিয়ে যুবাদের আত্বসাম্বলবী হিসেবে গড়ে তোলার পরামর্শ দেন। আস্থা প্রকল্প যুবাদের এগিয়ে নিতে যুবক সমাজকে নিয়ে ইয়ুথ প্ল্যাটফর্ম গঠনের মাধ্যমে যে কর্মসূচি হাতে নেওয়া হয়েছে তা ফলপ্রসূ করতে তাদের সহযোগিতা বজায় রাখার আশ^াস দেন।  

সভায় আস্থা প্রকল্পের জেলা সমন্বয়ক বিপ্লব চাকমা বলেন, আস্থাপ্রকল্পের মূল উদ্দেশ্য হচ্ছে সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধ এবং শান্তি,সহনশীলতা,সামাজিক সম্প্রীতি এবং সুশাসনের প্রচারের জন্য কর্মক্ষেত্রে তৃণমুল পর্যায়ে সক্রিয় যুবদের অংশ গ্রহনে উৎসাহিত করা, যুব নেতা এবং বয়স্কদের মধ্যে সমন্বয়মূলক কার্যক্রমের সুযোগের তৈরী করে যুব নেতৃত্বের সুযোগ অন্বেষন, জাতীয় যুবনীতি ২০১৭ এর নির্দেশনা অনুযায়ী দেশের তৃণমুল পর্যায়ে যুবক, প্রান্তিক জনগোষ্ঠীর পুরুষ ও নারীদের দেশের মুলধারায় উন্নয়ন প্রক্রিয়ায় সম্পৃক্ত করা। এছাড়া তৃণমুল পর্যায়ে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, সন্ত্রাসমুক্ত অহিংস সমাজ গঠন, সহনশীল, সহিংসতা প্রতিরোধে ও সুশাসনের প্রতিশ্রæতি অর্জন করা। পাশাপাশি সহনশীল এবং শান্তিপূর্ন গণতান্ত্রিক স্থানগুলো চিহিৃতকরণ, সামাজিক ক্ষেত্রে মানবধিকার সমুন্নত রাখার মাধ্যমে ক্ষমতায়িত নাগরিক,যুব,নারী, সংখ্যালঘু এবং প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সক্রিয় অংশ গ্রহনের মাধ্যমে নাগরিক ও সামাজিক ক্ষেত্রে মানবাধিকার সমুন্নত রাখা।

সভাপতির বক্তব্যে এম কামাল উদ্দিন বলেন,আস্থা প্রকল্পের মাধ্যমে আজ সরকারি কর্মকর্তদের সাথে আস্থা প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য এবং তৃণমূল পর্যায়ের যুবকদের সচেতনতা নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা করা হয়েছে তার থেকে জানার ও শেখার রয়েছে। এতে আস্থা প্রকল্পের বাস্তবায়ন ক্ষেত্রে উপকারে আসবে।

উল্লেখ্য, সুইস এ্যাম্বেসি বাংলাদেশ-এর অর্থায়নে আস্থা প্রকল্পটি স্থানীয় উন্নয়ন সহযোগি সংস্থা আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস রাঙামাটি পার্বত্য জেলার দশ উপজেলায় বাস্তবায়ন করছে। প্রকল্পটি ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হয়ে আগামী ২০২৬ সালের মার্চের দিকে সমাপ্ত হওয়ার কথা রয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ