বেসরকারী উন্নয়ন সংস্থা হিলফ্লাওয়ারের আদিবাসী জ্ঞানভিত্তিক সমাধানের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব প্রশমন অভিযোজন ভিসিএফ নির্ভর নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন ও সক্ষমতা প্রকল্পের সমাপনী কর্মশালা বুধবার অনুষ্ঠিত হয়েছে।
রাঙামাটি সদর উপজেলা পরিষদ মিলায়তনে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা। প্রধান আলোচক ছিলেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফরেষ্ট্রি বিভাগের সহযোগী অধ্যাপক ড. নিখিল চাকমা। স্বাগত বক্তব্যে দেন হিলফ্লাওয়ারের প্রকল্প ব্যবস্হাপক জ্যোতি বিকাশ চাকমা। কর্মশালায় বিভিন্ন বিভাগের সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুফলভোগীরা উপস্থিত ছিলেন।
কর্মশালায় উল্লেখ করা হয়, এ প্রকল্পের ইন্টার ন্যাশনাল ইন্ডেজিনাশ ওমেন্স ফোরামের( আইআইডব্লিউএফ) আর্থিক সহায়তায় বনশ্রী নারী উন্নয়ন ফাউন্ডেশনের সহায়তায় হিলফ্লাওয়ার এ প্রকল্পটি বাস্তবায়ন করেছে। যা এ প্রকল্প ফেব্রুয়ারী ২২ সাল থেকে শুরু চলতি বছরে আগষ্টে সমাপ্ত হয়েছে। এতে মোট ব্যয় হয়েছে চুষট্টি লাখ পয়ষট্টি হাজার টাকা। রাঙামাটি সদরের বালুখালী ইউনিয়নের ৩টি গ্রাম ও মগবান ইউনিয়নের ৩টি গ্রাম নিয়ে প্রকল্প এলাকা। এতে সুফলভোগী সংখ্যা ছিল ৪১৩ জন,মহিলা উন্নয়ন দল দশটি গ্রুপের সদস্য সংখ্যা ছিল তিনশত জন। এছাড়া গ্রামীন সাধারণ বন(ভিসিএফ) ব্যবস্থাপনা কমিটির ৩টি গ্রুপের সদস্য সংখ্য ৫৩ জন ও কিশোরী-কিশোরী দলের সংখ্যা ছিল ৬০ জন।
কর্মশালায় আরো বলা হয়, এ প্রকল্পের মূল উদ্দেশ্য ছিল জলবায়ু পরির্বতনের ঝুকি এবং জেন্ডার ভিত্তিক সহিংসতা মোকাবেলায় স্থানীয় জনগন তথা গ্রামীন বন নির্ভর আদিবাসী মহিলাদের অর্থনৈতিক ক্ষমতায়ন ও সক্ষমতা বৃদ্ধি। এছাড়া স্থানীয় সেবাদানকারী প্রতিষ্ঠানের পাস্পরিক যোগসূত্র স্থাপন করা।
প্রধান অতিথির বক্তব্যে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা বলেন, প্রত্যান্ত অঞ্চলে সবচেয়ে দরকার যতটুকু শিক্ষা ও মৌলিক চাহিদাগুলো রয়েছে সেগুলো সঠিকভাবে পৌছায় না। এ জন্য জনসচেতনা দরকার। এ অঞ্চলের জলবায়ু একটি গুরুত্বপূর্ন বিষয়। এ এলাকার মানুষ প্রকৃতির উপর। প্রকৃতি বা জলবায়ু পরির্বতনকে কিভাবে প্রশমন করা যায় এজন্য তাদের মাঝে ছড়িয়ে দিতে হবে। পাশাপাশি সেগুন গাছের কারণে ছড়ার পানি শুকিয়ে যায় তার জন্য জনসচেতনা বৃদ্ধি করতে হবে। যা এ এলাকার জন্য কোন গাছ পরিবেশ বান্ধব।
তিনি আরো বলেন,জনসচেতনার গুরুত্বারোপের পাশাপাশি যারা প্রান্তিক লোকজন রয়েছেন তা আসল জিনিসটা বুঝতে পারছেন কিনা সেটাও দেখতে হবে। আশাকরি এ প্রকল্প সফলতার মধ্য দিয়ে সমাপ্তি ঘটায় সুফলভোগীসহ সবাই সন্তুুষ্ট হয়েছেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.