আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের ২৯৯নং রাঙামাটি আসনে বিএনপির প্রার্থী দীপেন দেওয়ান জেলা ও উপজেলা বিনএপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের সাথে বুধবার মতবিনিময় করেন।
পর্যটন হলিডে কমপ্লেক্সের অডিটোরিয়ামে আয়োজিত মতবিনিময় সভায় উপস্হিত ছিলেন ২৯৯নং রাঙামাটি আসনের বিএনপির প্রার্থী দীপেন দেওয়ান। এসময় জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু, সাধারন সম্পাদক মামুনুর রশীদ মামুন, বিএনপির নেত্রী মৈত্রী চাকমাসহ জেলার দশ উপজেলার বিনএপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় দীপেন দেওয়ান বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে জেলা বিএনপি পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশের উন্নয়নের জন্য কাজ করে যাবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.