বৃহস্পতিবার রাঙামাটির রাজ বন বিহারে পার্বত্য চট্টগ্রমে বিভিন্ন এলাকায় বসবাসরত বংসা-ওয়াংসা গোঝার জ্ঞাতি সন্মেলন ও সার্বজনীন সংঘদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বিহারের ধর্মশালায় আয়োজিত ধর্মীয় অনুষ্ঠানে ধর্ম দেশনা দেন রাঙামাটি রাজ বন বিহারের ভিক্ষু সংঘের প্রধান শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাস্থবির। এসময় বক্তব্যে দেন সকল বংসা-ওয়াংসা গোঝার জ্ঞাতির সভাপতি চাঁদ রায় ও সাধারন সম্পাদক অনিল বিকাশ চাকমা। অনুষ্ঠানের শুরুতে ধর্মীয় সংগীত পরিবেশন করা হয়। অনুষ্ঠানে চাকমা সম্প্রদায়ের বংসা-ওয়াংসা গোঝা বংশের শত শত নর-নারীরা উপস্থিত ছিলেন।
এর আগে সকল প্রাণীর হিত সুখ,মঙ্গল কামনা ও মাতৃ-পিতৃকুলের সকল পরলোকগত জ্ঞাতিগণের উদ্দেশ্য পঞ্চশীল প্রার্থনা, অষ্ট পরিস্কার দান সংঘদানসহ নানাবিধ দান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.