পার্বত্য চট্টগ্রামের অন্যতম বেসররকারী উন্নয়ন সংস্থা গ্রীন হিল শিখা প্রকল্পের উদ্যোগে লংগদু উপজেলার হেডম্যান-কার্বারীদের অংশগ্রহনে শনিবার থেকে তিন দিন ব্যাপী প্রশিক্ষন কর্মশালা শুরু হয়েছে।রাঙামাটি সাবারাং রেষ্টুরেন্টে আয়োজিত তিন দিনের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন গ্রীন হিলের কর্মসূচী পরিচালক যতন কুমার দেওয়ান। ফ্যাসিলিটেটর ছিলেন বিশিষ্ট নারী নেত্রী ও উন্নয়ন কর্মী টুকু তালুকদার। প্রশিক্ষন কর্মশালায় ৭ জন হেডম্যান ও ২১ জন কার্বারী এবং ভিকটিম সাপোর্ট সেন্টার রাঙামাটিতে নিয়োজিত ১জন ভোলান্টিয়ারসহ মোট ২৯ জন অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হচ্ছে প্রথাগত বিচার ব্যবস্থা পরিচালনায় হেডম্যান কার্বারীদের দক্ষতা বৃদ্ধি করা।উল্লেখ্য, আইনী সহায়তামূলক এ ‘শিখা’ প্রকল্পটি যুক্তরাজ্য সরকারের অর্থায়নে পরিচালিত এবং ম্যাক্সওয়েল ষ্ট্যাম্প (পিএলসি), বৃটিশ কাউন্সিল ও সেন্টার ফর এফেকটিভ ডিসপিউট রেজুলেশন (সিইডিআর) এবং কমিউনিটি লিগ্যাল সার্ভিসেস (সিএলএস) কর্মসূচীর আওতায় রাঙামাটির লংগদু উপজলো ও বান্দরবানের আলীকদম উপজেলায় গ্রীন হিল এ প্রকল্প বাস্তবায়ন করছে।
–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.