বুদ্ধ পূর্নিমা উপলক্ষে শুক্রবার রাঙামাটিতে বনার্ঢ্য ধর্মীয় র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রাঙামাটি জেলা প্রশাসন কার্যালয় চত্বরে র্যালীর উদ্বোধন করেন রাঙামাটি আসনের সাংসদ দীপংকর তালুকদার। পরে বর্নাঢ্য র্যালীটি জেলা প্রশাসন কার্যালয় থেকে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আনন্দ বিহার প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। এতে রঙ-বেরঙের বৌদ্ধ পতাকা হাতে নিয়ে নারী ও পুরুষ অংশ নেন।
পরে আনন্দ বিহার উপসালয়ে ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় পার্বত্য ভিক্ষু সংঘের সভাপতি শ্রীমৎ শ্রদ্ধালংকার মহাস্থবিরেরসভাপতিত্বে অন্যান্যর মধ্যে বক্তব্যে দেন চাকমা রাজ বিহারের অধ্যক্ষ শীলপাল ভিক্ষু, নাইল্যাসারা মহাস্থবির,বুদ্ধদত্ত ভিক্ষু, ,বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাষ্টির সদস্য দীপক চাকমা, সাবেকর সরকারী কর্মকর্তা সুকুমার দেওয়ান, সম্বোধি ওয়েলফেয়ার সোসাইটির সাধারন সম্পাদক ইন্দু লাল চাকমা প্রমুখ।
সভায় ধর্মীয় গুরুরা বুদ্ধ ধর্মের আদর্শিত হয়ে সৎ কর্ম, সৎ চিন্তা, জীবন যাপন করার উপদেশ দেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.