বৃহস্পতিবার রাঙামাটিতে বাংলাদেশ মানবাধিকার সাংবাদিকতা বিষয়ক দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রাঙামাটি প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাবের আয়োজনে ও বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফেরাম-বিএমএসএফ এর উদ্যোগে দিনব্যাপী কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) এ,এম শফি কামাল। রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন দৈনিক গিরিদর্পন সম্পাদও ও চারণ সাংবাদিক এ,কে,এম মকছুদ আহমেদ, প্রবীন সাংবাদিক সুনীল কান্তি দে ও বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরামের মহা পরিচালক খারুজ্জামান কামাল। অনুষ্ঠান পরিচালনা করেন দৈনিক রাঙামাটি সম্পাদক আনোয়ারুল হক। প্রশিক্ষণে রাঙামাটি জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ২৫ জন সংবাদকর্মী অংশ নেন।
কর্মশালায় জাতিসংঘ মানবাধিকার সনদ-১৯৪৮ এ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফেরাম সাধারণ সম্পাদক খায়রুজ্জামান কামাল, জাতিসংঘ নারী অধিকার সনদ (সিডো)-১৯৭৯ এ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন সংগঠনটির সদস্য ও সাংবাদিক শাহনাজ বেগম পলি এবং প্রশিক্ষণের শেষ পর্বে জাতিসংঘ শিশু অধিকার সনদ-১৯৮৯ সম্বন্ধে প্রশিক্ষণ প্রদান ও গণমাধ্যমের ভূমিকা বিষয়ে আলোকপাত করেন সংগঠনটির প্রশিক্ষক ও ভাসানটেক সরকারি কলেজের সহকারি অধ্যাপক আবদুল্লাহ আল মামুন।
দিনব্যাপী প্রাণবন্ত এই কর্মশালায় অংশগ্রহণ করেন- জ্যেষ্ঠ সাংবাদিক মোহাম্মদ আলী, মাহবুবুর রহমান, স্থানীয় দৈনিক পার্বত্য চট্টগ্রাম এর সিটি এডিটর ও সময় টেলিভিশনের জেলা প্রতিনিধি হেফাজত সবুজ, দৈনিক সমকাল ও একুশে টিভির জেলা প্রতিনিধি সত্রং চাকমা, দৈনিক গিরিদর্পণের বার্তা সম্পাদক ও বাংলাভিশনের জেলা প্রতিনিধি নন্দন দেবনাথ, এসএ টিভির জেলা প্রতিনিধি মো. সোলায়মান, দৈনিক মানবকন্ঠ ও ইনডিপেন্ডেন্ট টিভির জেলা প্রতিনিধি হিমেল চাকমা, পরিবর্তন ডটকম ও দৈনিক খোলা কাগজের জেলা প্রতিনিধি প্রান্ত রনি, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি ফাতেমা জানানত মুমুসহ অন্যরা।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) এ,এম শফি কামাল পার্বত্য চট্টগ্রামের মানবাধিকার বিষয়ে রিপোর্টিং প্রকাশের মাধ্যমে এর সমস্যা সমাধানে সাংবাদিকদের এগিয়ে আসার আহবান জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.