• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    দরপত্র বিজ্ঞপ্তি                    রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত                    বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রইফের সমাধিতে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন                    রাঙামাটিতে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ                    পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহবান                    আগামী ক্রয়োদশ সংসদ নির্বাচনে জেএসএস অংশ নিচ্ছে                    রাঙামাটিতে মেডিকেল টেকনোলজিষ্ট ও ডিপ্লোমা ফার্মামিষ্টদের কর্মবিরতি পালন                    ৯৯নং রাঙামাটি আসনের বিএনপির প্রার্থী দীপেন দেওয়ানের মতবিনিময় সভা                    নবাগত জেলা প্রশাসক নাজমা আশরাফীর সাথে সাংবাদিকদের মতবিনিময়                    শিক্ষক নিয়োগে কোটা বৈষম্যের প্রতিবাদে রাঙামাটিতে বৃহস্পতিবার থেকে ৩৬ ঘন্টার হরতাল                    তরুণ কবি ম্যাকলিন চাকমার একগুচ্ছ কবিতা                    সাজেকে মোবাইল নেটওয়ার্ক ফের চালুতে স্বস্তি                    চ্যাম্পিয়ন বিলাইছড়ি রাইংখ্যং একাদশ                    ফেন্সি স্কিন কেয়ার প্রোডাক্টস’র রাঙামাটিতে গ্র্যান্ড ওপেনিং                    বিলাইছড়িতে ঐতিহাসিক ৭ নভেম্বর উদযাপিত                    খাগড়াছড়ির অনন্য এক প্রাথমিক শিক্ষক রুপা মল্লিক,যাঁর পথচলার বাঁকে বাঁকে শ্রম আর সাফল্য                    পরবর্তী বাংলাদেশের এনসিপি নেতৃত্বে দেবে-হাসনাত আবদুল্লাহ                    
 
ads

রাঙামাটিতে বিলাতী ধনিয়া পাতা চাষে দিন দিন চাষীদের আগ্রহ বাড়ছে

বিশেষ রিপোর্টার,রাঙামাটি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Sep 2016   Tuesday

রাঙামাটিতে বিলাতি ধনিয়া পাতা চাষের আর্থিক লাভবান হওয়ায় দিন দিন চাষীদের এ চাষের আগ্রহ বাড়ছে। তবে এ বছর বিলাতি ধনিয়া পাতা চাষের ফলন ভাল হলেও চাষীরা নায্য মূল্য পাচ্ছেন না।


রাঙামাটি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়,রাঙামাটি জেলায় এ বছর ২শ ১৫ হেক্টর জমিতে বিলাতি ধনিয়া পাতার চাষ হয়েছে। এতে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রতি হেক্টরে ৩০ থেকে ৪০মেট্রিক টন। এ জেলায় রাঙামাটি সদর, কাপ্তাই,রাজস্থলী ও কাউখালী উপজেলায় সবচেয়ে বেশী এ বিলাতি ধনিয়া পাতার চাষ হয়ে থাকে। এসব এলাকায় চাষীরা এ বিলাতি ধনিয়া পাতা বিক্রি করে পারিবারিক স্বচ্ছলতা মেটায়। এ বিলাতি ধনিয়ার বীজ সাধারনত নভেম্বর-ডিসেম্বর মাসের দিকে বপণ করা হয়। জুলাই থেকে আগষ্ট মাসরে দিকে এ বিলাতি ধনিয়া পাতা উৎপাদন করা হয়ে থাকে। বিলাতি ধনিয়া পাতা খাবার ছাড়াও ঔষধী ও সুগন্ধি তৈরীতে বিদেশে রপ্তানী করা হয়ে থাকে।


এদিকে, এ বছর আবহাওয়া অনুকুলে থাকায় রাঙামাটি জেলায় বিলাতি ধনিয়া পাতা চাষের উৎপাদন ভাল হলেও এ চাষের সাথে জড়িত চাষীরা নায্য মূল্য পাচ্ছেন না। আগের বছর প্রতি কেজি ১শ টাকা থেকে ১শ ২০ টাকায় বিক্রি করলেও এ বছর ৩০থেকে ৩৫টাকায় বিলাতি ধনিয়া পাতা বিক্রি হচ্ছে। তবে চাষীরা নায্য মূল্য না পাওয়ার জন্য এক শ্রেনী মুনাফালোভী ব্যবসায়ীদের সিন্ডিকেটকেই দায়ী করেছেন।


সাপছড়ি এলাকার কৃষক চিরঞ্জিত চাকমা জানান, এ বছর দেড় একর জমিতে বিলাতি ধনিয়া পাতার চাষ করেছেন। উৎপাদন ভাল হয়েছে কিন্ত দাম নেই। বিলাতি ধনিয়া পাতা চাষের যে খরচ হয়েছে সেই টাকাগুলোও উঠে আসছে না। এক শ্রেনীর ব্যবসায়ী সিন্ডিকেট এ বিলাতি ধনিয়া পাতা ক্রয় করে নিয়ে যাওয়ার কারণে তারা নায্য মূল্য পাচ্ছেন না।


কৃষক রঞ্জিতা চাকমা জানান,বিলাতি ধনিয়া পাতা চাষের জন্য এ বছর কর্মসংস্থান ব্যাংক ও স্থানীয় এতটি এনজিও থেকে দুই লাখ টাকা ঋণ নিয়েছেন। ধনিয়া পাতার দাম কম হওয়ায় কিভাবে ঋনের টাকা পরিশোধ করবেন বুঝে উঠতে পারছি না।


কৃষক আনন্দ চাকমা জানান, এ বছর বিলাতি ধনিয়া পাতা ব্যাপকভাবে উৎপাদনের কারণে ব্যবসায়ীরা বেশী দাম দিতে চাইছে না। আগের বছর এ বিলাতি ধনিয়া পাতার দাম ভাল ছিল।


কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রাঙামাটি সদর উপজেলা কৃষি কর্মকর্তা আপ্রু মারমা জানান, রাঙামাটিতে পাহাড়ের পাদদেশের সমতল জমিগুলোর সুনিঃস্কাশিত দো-আঁশ মাটি হওয়ায় এবং রোগবালাই কম হওয়াতে এই অর্থকরী ফসল বিলাতি কৃষকদের মাঝে দিন দিন জনপ্রিয় হচ্ছে।


তিনি আরও বলেন, এ বছর এ চাষের উৎপাদন ভাল হলেও কৃষকরা নায্য মূল্য না পাওয়ার মূল কারণ হচ্ছে কৃষকরা সংসংগঠিত নয় এবং তাদের মধ্যে কোন সমিতিও নেই। যার কারণে পাইকারী ক্রেতারা কৃষকদের কাছ থেকে খুব কমদামে কিনে নিয়ে শহরাঞ্চলে বেশী দামে বিক্রি করছে। এছাড়া রাঙামাটি জেলায় সংরক্ষানাগার না থাকায় এসব কাঁচামাল সংরক্ষনের সমস্যা হচ্ছে।

 

অন্যদিকে স্থানীয় পদ্ধতিতে কিভাবে কাচাঁমাল সংরক্ষন করতে হবে কৃষকদের কোন প্রশিক্ষণ নেই। তাই এ চাষে আধুনিক পদ্ধতিতে কৃষদের মাঝে প্রশিক্ষণ ও পণ্য সংরক্ষণ ব্যবস্থা করাসহ ব্যাংক থেকে ঋণ দেয়া হলে রাঙামাটিতে এ চাষে একটি আদর্শ ফসল হিসেবে গড়ে উঠার সম্ভাবনা রয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ