• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
দুর্গম আন্দারমানিকসহ ১৩টি গ্রামের মানুষ জেলা প্রশাসকের উপহারের ত্রাণ পেয়ে খুশী                    রাবিপ্রবি’তে ‘বাংলাদেশ সার্ভিস রুলস’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত                    ডুবলো রাঙামাটির পর্যটনের ঝুলন্ত সেতু                    রাঙামাটিতে রুবেল চাকমা নামে ভূঁয়া আনসার সদস্য আটক                    বিলাইছড়িতে শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান                    রাঙামাটিতে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ                    উন্নয়ন প্রকল্পে বাস্তবায়ন কাজে নিবিড়ি পর্যবেক্ষন ও তদারকি করতে হবে-কাজল তালুকদার                    সাজেকে সেনাবাহিনীরে সাথে ইউপিডিএফের গুলিবিনিময়,একে-৪৭সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার                    রাঙামাটি রিজিয়নের বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইন ও চিকিৎসা                    মাইলষ্টোন ট্রাজেডিতে নিহত উক্যছাইং-কে বিমান বাহিনী প্রধানের পক্ষে শ্রদ্ধাঞ্জলি                    রাঙামাটিতে পাহাড় ধসে এক শিশুসহ আহত ২                    রাঙামাটি শহরের রিজার্ভ বাজারের হোটেল থেকে এক নারীর লাশ উদ্ধার                    জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে বিলাইছড়িতে শপথ পাঠের আয়োজন                    রাঙামাটিতে সাংবাদিকদের বৃক্ষরোপণ কর্মসূচি পালন                    পাহাড়ে শিশু উন্নয়ন প্রকল্পের অবহিতকরণ কর্মশালা                    ঋতুপর্ণা চাকমার মায়ের চিকিৎসার জন্য ক্রীড়া মন্ত্রনালয়ের আর্থিক অনুদান প্রদান                    উক্যছাইং-কে চোখের জলে শেষ বিদায় জানাল মাবাবা,স্বজন ও পাড়বাসীরা                    বিমান বিধ্বস্ত ঘটনায় নিহত শিক্ষার্থীদের স্বরণে রাঙামাটিতে ৩২টি গাছের চারা রোপণ                    নিহত মাইলষ্টোন স্কুলের শিক্ষার্থী উক্যছাইং মারমার নিথর মরদেহ রাঙামাটিতে পৌছেছে                    ৭২ এর সংবিধান ধর্মের সাথে ধর্মের, জাতির সাথে জাতির সাথে দ্বন্দ্ব লাগিয়ে রেখেছিল -নাহিদ ইসলাম                    এনসিপির সভার কারণে যানবাহন চলাচলে বন্ধে এইচএসসি পরীক্ষার্থীদের ক্ষোভ                    
 
ads

দুর্গম আন্দারমানিকসহ ১৩টি গ্রামের মানুষ জেলা প্রশাসকের উপহারের ত্রাণ পেয়ে খুশী

বিশেষ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Aug 2025   Friday

স্বাধীনতার পরবর্তী সময়ে রাঙামাটি বরকল উপজেলার ভারতের মিজোরাম রাজ্যের সীমান্তবর্তী অতি দুর্গম এলাকা আন্দারমানিক, করল্যাছড়ি,রামুক্ক্যাছড়ি, চান্দবিঘাটসহ প্রায় ১৩টি গ্রামের দরিদ্র ও সুবিধা বঞ্চিতদের মাঝে এ প্রথম কোন সরকারী ত্রাণ পৌছানো হয়েছে। সম্প্রতি পাহাড়ী ঢল ও পাহাড়র ধসের ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে জেলা প্রশাসক থেকে উপহার হিসেবে এই ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে।
জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফের নির্দেশনায় আইমাছড়া ইউপি চেয়ারম্যান সুবিমল চাকমার নেতৃত্বে সম্প্রতি আন্দারমানিক, চান্দবিঘাট, কালাপুনাছড়া, রামুক্ক্যাছড়িা.গোইহাট ছড়াসহ বিভিন্ন প্রত্যন্ত এলাকায় ত্রাণ সহযোগিতা হিসেবে এ চাউল বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে বকরল উপজেলার আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ মাজহারুল ইসলামসহ স্থানীয় মেম্বার, হেডম্যান, কারবারীসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ১৩টি গ্রাম হল, আন্দারমানিক, কালাপুনা ছড়া, গোইহাট ছড়া, রামেক্কেছড়ি, দজর পাড়া, সিএম পাড়া, করল্ল্যাছড়ি, উপর করল্ল্যা ছড়ি, ভূয়াঠেক, ধামাই পাড়া, দোজরি পাড়া, নয়া পাড়া ও সামেলেং ছড়া। জেলা প্রশাসনের উপহারের এ  চাউল পেয়ে দুর্গম এলাকার দরিদ্র মানুষ জেলা প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ভবিষ্যতেও এ ধরনের সরকারী অনুদান অব্যাহত রাখার আশা করেছেন গ্রামবাসীরা ।

এ প্রথমবারের মতো কোন সরকারী ত্রাণ সহায়তা পৌঁছেছে জানিয়ে আন্দারমানিক, চান্দবিঘাট, কালাপুনাছড়া, রামুক্ক্যাছড়ি,গোইঘাট ছড়া গ্রামের ভদ্রসেন চাকমা, রাজকুমারী চাকমা, অমর বিকাশ চাকমা, সুয়েশ চাকমাসহ অনেকে জানান,গ্রামের লোকজ জুমের উপর নির্ভর করে জীবিকা নির্বাহ করে থাকে। স্বাধীনতার পর থেকে তারা শিক্ষা, কৃষি, স্বাস্থ্যসহ সকল দিক দিয়ে বঞ্চিত ও অবহেলিত। এখানে স্বাস্থ্য সেবা তো দুরের কথা বিশুদ্ধ পানীয় জলের প্রচন্ড অভাব। নানান রোগে ভূগতে হচ্ছে প্রতিনিয়ত। এলাকায় একটি বেসরকারী মাধ্যমিক ও প্রাইমারী বিদ্যালয় থাকলেও অবকাঠামোসহ নানান সমস্যায় জর্জরিত। এসব বিদ্যালয়গুলোতে কোন সরকারী সহযোগিতা মিলেনি। গ্রামবাসীরা নিজেদের খরচে এসব বিদ্যালয় পরিচালনা করছে। অথচ ঠেগা নদীর ওপাড়ে ভারতের মিজোরাম রাজ্যের দিকে থাকালে সেখানে বিদ্যুতের আলোয় আলোকিত, পাকা রাস্তা, শিক্ষা স্বাস্থ্য, নেটয়ার্কসহ সবই উন্নত।
কদুছড়া দোসরী পাড়া বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জ্ঞানময় চাকমা জানান, এলাকাগুলো অতি প্রত্যান্ত হওয়ায় সরকারী ও বেসকারী সংস্থার কোন নজরে পড়ে না। এমনকি কোন সরকারী উর্দ্ধতন কর্মকর্তাদের পা ও পড়েনি এসব এলাকায়। তিনিসহ কয়েকজন শিক্ষানুরাগী এ বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হলেও আজকে জরাজীর্ণ দশায় অবস্থায় পরিণত হয়েছে। এ বিদ্যালয়ে সরকারী কোন সহায়তা আজও মিলেনি। তারপরও দরিদ্র লোকজন শিক্ষার দিক দিয়ে আগ্রহী বলে তাদের ছেলে-মেয়েদের নিজেদের পকেট থেকে খরচ চালিয়ে ছেলে-মেয়েদের বিদ্যালয়ে পাঠাচ্ছেন।
৩নং আইমাছড়া ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ড মেম্বার সুশীল জীবন দেওয়ান ও মহিলা মেম্বার রশ্মি চাকমা জানান, দুর্গম হওয়ায় এখানে শিক্ষা,স্বাস্থ্য, কৃষি সেবা দিক এলাকার মানুষ যুগ যুগ ধরে বঞ্চিত ও অবহেলিত। সরকারী সুযোগ-সুবিধা দুরের কথা নেই কোন রাস্তাঘাট। একমাত্র যোগাযোগ মাধ্যম নদী পথ হলেও শুধু বর্ষা মৌসুমের সময় যাতায়াত করা হয়। শুস্ক মৌসুমে দুর্গম পাহাড় পেরিয়ে পায়ে হেটে বরকল উপজেলা সদরে পৌছাতে হয়।
৩নং আইমাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুবিমল চাকমা বলেন, তার ইউনিয়নের মধ্যে আন্দারমানিক, রামুক্কেছড়িসহ বেশ কয়েকটি অতি দুর্গম এবং এলাকার লোকজন অতি দরিদ্র সীমায় বসবাস করেন। তার ইউনিয়ন পরিষদ থেকে যতটুকু সহায়তা দিয়ে থাকেন ততটুকু এলাকার লোকজন পেয়ে থাকেন। তারপরও অন্যান্য ইউনিয়নের চাইতে তিনি নিজের তৎপরতায় বিভিন্ন দপ্তর থেকে সহায়তার চেষ্টার কারণে এলাকার মানুষকে নুন্যতম সহায়তা দিয়ে যাচ্ছেন।
তিনি আরো বলেন, এলাকায় সবচেয়ে বিশুদ্ধ পানী জলের প্রচন্ড সমস্যা। রাঙামাটি জনস্বাস্থ্য প্রকৌশলীর কাছে বিষয়টি জানানো হলেও কোন কোন বরাদ্দ দেয়নি তিনি। এলাকায় কোন সরকারী প্রাথমিক বিদ্যালয় না থাকায় গ্রামবাসীরা নিজেদেরে অর্থে একটি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন। সেটির অবকাঠামো জরাজীর্ণ অবস্থায়সহ নানান সমস্যা জর্জরিত। অবকাঠামো নির্মাণের জন্য পার্বত্য জেলা পরিষদ ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড সহায়তা দিতে সক্ষমতা থাকলেও কোন সহায়তা দিচ্ছে না।
রাঙামাটি জনস্বাস্থ্য বিভাগের নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া জানান, এলাকাগুলো একদিকে অতি দুর্গম অন্যদিকে প্রকল্পের কম বরাদ্দ আসায় সেখানে নলকূপ দেয়া সম্ভব হয় না। তবে এসব এলাকায় নল নলকূপ স্থাপনে সম্ভাব্যতা যাছাইয়ের কাজ চলছে। প্রকল্প বরাদ্দ পাওয়া গেলে গ্রামগুলোতে নলকূপ দেওয়া হবে।
অতিরিক্ত দায়িত্বে থাকা বরকল উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা বলেন, রাঙামাটি সদরে বা সতলের যে কোন জায়গাগুলোতে যতটুকু সম্ভব সরকারী সহায়তা দেওয়া সহজ কিন্তু বরকলের মতো প্রত্যান্ত এলাকায়গুলোতে সহায়তা দেওয়া বেশ কঠিন। বিশেষ করে পরিবহনের ক্ষেত্রে বড় একটি সমস্যা দেখা যায় যে নৌকা ভাড়াটা বেশী লাগে। তাই এবারের পররাষ্ট্র উপদেষ্টা ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের উপদেষ্টার কাছে এ বিষয়টি জানানো হয়েছে। এবার থেকে সহায়তার ক্ষেত্রে পরিবহনের জন্য আলাদা খরচে দেওয়া হবে বলে তারাঁ আশ^াস দিয়েছেন। তিনি আরো জানান, প্রত্যান্ত এলাকায় যারা বসবাস করেন তারাও সরকারের সকল প্রকার সহায়তা পাওয়ার প্রাপ্যতা রয়েছে। তবে সম্পদের প্রাপ্যতা কম সেহেতু যতটকু পাওয়া যাবে ততটুকু প্রত্যান্ত এলাকায় দরিদ্র মানুষের সুষম বন্টনের মাধ্যমে সহায়তা দেওয়ার চেষ্টা করা হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ