সোমবার কাপ্তাইয়ের ডংনালায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মারমা পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিশিষ্ট চিকিৎসা বিশেষজ্ঞ ডাঃ মং উষাথোয়াই। সুইসাপ্রু সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রেনেটা লিমিটেডের আঞ্চলিক ব্যবস্থাপক নিজাম উদ্দীন, বিশিষ্ট কবি ও লেখক চৌধুরী বাবুল বড়–য়া, উপজেলা আ’লীগ সভাপতি অংসুইছাইন চৌধুরী। বক্তব্য রাখেন, রাইখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মংক্য মারমা, আদুমং মারমা, চাইদোঅং মারমা, সাথুইঅং মারমা, ডাঃ হ্লাপাই প্রমুখ।
পিঠা উৎসবে এলাকার মারমা অধিবাসীরা বিভিন্ন ধরনের পিঠা তৈরি ও উপস্থাপন করে। বিচারকগণ তৈরি পিঠা খেয়ে উমোচিং মারমা ও তার দলকে সেরা ঘোষণা করে। এর আগে মহিলাদের দড়ি টানা-টানি, তৈলাক্ত বাঁশে উঠা এবং স্থানীয় উপজাতীয় কিশোরীদের নৃত্য প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। দীর্ঘক্ষন ধরে বিপুল সংখ্যক পাহাড়ী-বাঙ্গালী অধিবাসীরা এই পিঠা উৎসব উপভোগ করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.