সোমবার রাঙামাটিতে বিল্ডিং ইন্টিগ্রিটি বকস ফর ইফেক্টিভ চেঞ্জ (বিবেক) প্রকল্প এবং বাংলাদেশে জলবায়ু তহবিল ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতায় অগ্রগতি ও চ্যালেঞ্জ বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
শহরের সাবারাং রেষ্টুরেন্টে অনুষ্ঠিত ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশন্যাল বাংলাদেশ (টিআইবি) ও সচেতন নাগরিক কমিটির (সনাক) যৌথ উদ্যোগে আয়োজিত ওরিয়েন্টশন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সনাক সভাপতি চাঁদ রায়। বাংলাদেশে জলবায়ু তহবিল ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতায় অগ্রগতি ও চ্যালেঞ্জ বিষয় সমূহ উপস্থাপন করেন টিআইবি’র সিএফজিএন কার্যক্রমের উর্ধ্বতন কর্মসূচী ব্যবস্থাপক মুঃ জাকির হোসেন খান, গবেষণা সহযোগী মাহ্ফুজুল হক। বিল্ডিং ইন্টিগ্রিটি ব¬ক্স ফর ইফেক্টিভ চেঞ্জ (বিবেক) প্রকল্প এর বিষয়ে উপস্থাপনা করেন টিআইবি’র সিভিক এনগেজমেন্ট বিভাগের কর্মসূচী ব্যবস্থাপক ড. মোঃ আশরাফ হোসেন। আরও উপস্থ্তি ছিলেন টিআইবি’র সিএফজিএন কার্যক্রমের গবেষণা সহযোগী মোঃ মনিরুজ্জামান। ওরিয়েন্টেশন কর্মসূচিতে সনাক, স্বজন, ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস সদস্যরা অংশগ্রহণ করেন। দিন ব্যাপী ওরিয়েন্টেশনের প্রথম সেশনে অংশগ্রহণ করেন সনাক এবং স্বজন সদস্যবৃন্দ। দ্বিতীয় সেশনে অংশগ্রহণ করেন ইয়েস এবং ইয়েস ফ্রেন্ডস সদস্যরা।
উক্ত ওরিয়েন্টেশন কার্যক্রমে বিল্ডিং ইন্টিগ্রিটি ব¬ক্স ফর ইফেক্টিভ চেঞ্জ (বিবেক) প্রকল্প কি, বাস্তবায়ন কৌশল, বাস্তবায়নের স্থান, বাস্তবায়নে সনাক এর ভূমিকা, জলবায়ু পরিবর্তন কি, জলবায়ুর উপাদান এবং শৃঙ্খলা, জলবায়ু পরিবর্তনের প্রভাব ২০৫০ সাল নাগাদ সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির সম্ভবনা ও আক্রান্ত মানুষের সংখ্যা, বাংলাদেশের ওপর জলবায়ু পরিবর্তনের সম্ভাব্য প্রভাব, জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী দেশ এবং ক্ষতিগ্রস্ত দেশ, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বৈশ্বিক প্রধান পদক্ষেপসমূহ, জলবায়ু তহবিলের তথ্য বিশ্লেষেনে বিবেচিত অর্থায়নের নীতিসমূহ, জলবায়ু তহবিল ব্যবস্থাপনায় বাংলাদেশের প্রধান পদক্ষেপসমূহ, আন্তর্জাতিক এবং জাতীয় পর্যায়ে জলবায়ু অর্থায়ন প্রক্রিয়া, বৈশ্বিক পর্যায়ে জলবায়ু অর্থায়নে চ্যালেঞ্জ, বাংলাদেশের জলবায়ু অর্থায়নের প্রাতিষ্ঠানিক কাঠামো, বাংলাদেশে জলবায়ু তহবিল ছাড়ে অগ্রগতি, বিসিসিএসএপি’র থিম-ভিত্তিক তহবিল ছাড়ে অগ্রগতি, বাংলাদেশে জলবায়ু তহবিল ছাড়ে চ্যালেঞ্জ, এনজিও/বেসরকারি প্রতিষ্ঠানে বিসিসিটিএফ হতে বাস্তবায়িত প্রকল্পের থিম-ভিত্তিক ধরন, বাস্তবায়নকারী সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান কর্তৃক তহবিল প্রাপ্তি, বিসিসিআরএফ তহবিলে বাস্তবায়িত প্রকল্পে সুশাসন পর্যবেক্ষণ, বিসিসিটিএফ তহবিলে বাস্তবায়িত প্রকল্পে সুশাসন পর্যবেক্ষণ, বিসিসিটিএফ তহবিলে পানি উন্নয়ন বোর্ডের প্রকল্প বাস্তবায়নে সুশাসনের চ্যালেঞ্জ, প্রতিষ্ঠান-ভিত্তিক তহবিল ব্যবহারে অগ্রাধিকার নির্ধারণে সমস্যা বাংলাদেশে জলবায়ু তহবিল অনুমোদনে চ্যালেঞ্জ, বিসিসিটিএফ এর অধীনে এনজিও/বেসরকারি প্রতিষ্ঠান নির্বাচনে সুশাসন পর্যবেক্ষণ, বাংলাদেশে জলবায়ু অর্থায়নে স্বতঃপ্রণোদিত তথ্য প্রকাশে চ্যালেঞ্জ, বাংলাদেশে জলবায়ু তহবিল সমন্বয়ে চ্যালেঞ্জ, জলবায়ু অর্থায়নে প্রকল্প অনুমোদন ও বাস্তবায়নে চ্যালেঞ্জ, বাস্তবায়িত প্রকল্প তদারকি, নিরীক্ষা ও মূল্যায়নে চ্যালেঞ্জ, জলবায়ু অর্থায়নে সুশাসন: অর্জন ও সম্ভাবনা, জলবায়ু অর্থায়ন কমিশন/কর্তৃপক্ষ ইত্যাদি বিষয় উপস্থাপন করা। পরে উপস্থাপিত এসব বিষয়ের উপর মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.