আওয়ামীলীগ যতবার ক্ষমতায় এসেছে ততবারই বাংলাদেশের জনগণের রায় নিয়ে ক্ষমতায় আসতে পারেনি বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামির কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মাওলানা মুহাম্মদ শাহজাহান। তিনি বলেন, বাংলাদেশ স্বৈরাচার ও ফ্যাসিবাদ মুক্ত হওয়ার শতদিন পার হতে না হতে আবারও ফ্যাসিবাদকে ফিরিয়ে আনার জন্য নানান ষড়যন্ত্রের কথা আমরা শুনতে পাচ্ছি। শেখ হাসিনা ক্ষমতায় আসার পর তিনি বিডিআর বিদ্রোহ ও সেনা অফিসারদের হত্যার অন্যতম মাষ্টার মাইনড ছিলেন।
তিনি আরো বলেন, বাংলাদেশের মানুষ একটি বৈষম্যহীন বাংলাদেশ চায়, দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত দেশ চায়। আগামীতে জামায়াত দেশের নেতৃত্ব দেবে। এদেশের জনগণ এখন জামায়াত ইসলামিকে দেশের ক্ষমতায় দেখতে চায়। গত ১৮ বছরে ফ্যারিষ্ট শেখ হাসিনার সরকারের দমন নিপীড়ন, দুঃশাসনের কারণে আমরা কথা বলতে পারিনি।
দীর্ঘ ১৮ বছর পর শনিবার রাঙামাটিতে বাংলাদেশ জামায়াতে ইসলামি পৌর শাখার কর্মী সন্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
শহরের আল আমিন মাদ্রাসা মাঠে আয়োজিত কর্মী সন্মেলনে প্রধান বক্তা ছিলেন সাবেক সংসদ সদস্য ও চট্টগ্রাম মহানগরে আমির শাহজাহান চৌধুরী। রাঙামাটি পৌর আমির মুহাম্মদ আব্দুস সালামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য মোহাম্মদ জাফর সাদেক, রাঙামাটি জেলা আমির আব্দুল আলিম ও সেক্রেটারি মোঃ মনছুরুল হক প্রমুখ। এর আগে একটি বিক্ষোভ-মিছিল পৌরসভা মাঠ প্রাঙ্গন থেকে শুরু হয়ে জেলা পরিষদ কার্যালয় চত্বর পর্ষন্ত ঘুরে বনরুপায় গিয়ে শেষ হয়। কর্মী সন্মেলনে জেলা সদর ও বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা অংশ নেন। দীর্ঘ ১৮ বছর পর সন্মেলন মধ্য দিয়ে নেতাকর্মীদের মাঝে প্রানচাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে যে সফল বিপ্লব সাধন হয়েছে তা সমুন্নত রাখতে হবে। আগামীর বৈষম্যহীন শোষনহীন দুর্নীতিমুক্ত কল্যাণকর বাংলাদেশ বিনির্মানে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের প্রস্তুতি নিতে হবে। বাংলার মানুষ আগামীতে জামায়াতকে ক্ষমতায় আনতে অধীর আগ্রহে অপেক্ষা করছে ।
প্রধান বক্তার বক্তব্যে সাবেক সংসদ সদস্য ও চট্টগ্রাম মহানগরে আমির শাহজাহান চৌধুরী বলেন, জামায়ত ইসলাম শুধু ইতিাস নয় মানুষের মুক্তির ঠিকানা হলো জামায়াত ইসলাম। পার্বত্য চট্টগ্রামের চাকমা,মারমা তংচংগ্যা, ত্রিপুরা ও সুশীল সমাজের উদ্দেশ্য বলেন, আজকের সন্মেলন থেকে জানান দিতে চাই আমরা কোন সম্প্রদায়িক দল নয়, আমরা দেশ প্রেমিক দল, মানুষের মুক্তিকামী দল। তাই আসুন পার্বত্য মানুষেরা আমাদের সাথে দলে দলে যোগ দিন। বাংলাদেশ জামায়াতে দলে যোগ দিয়ে পার্বত্য সমস্যার সমাধান করার জন্য একমাত্র দল হচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.