মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় আস্থা প্রকল্পের ইয়ুথ গ্রুপ এ্যাক্টিভেশন সভা অনুষ্ঠিত হয়েছে।
বিলাইছড়ি সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রকল্পের মনিটরিং ও রিপোর্টিং অফিসার রত্নজ্যোতি চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিলাইছড়ি উপজেলার উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রুপম চাকমা। আস্থা প্রকল্পের আওতায় বিলাইছড়ি উপজেলায় ইয়ুথ গ্রুপ সদস্যদের নিজ নিজ ইউনিয়নে উঠান বৈঠকের মাধ্যমে কমিউনিটি পর্যায়ে একটি সহনশীল ও অহিংস সমাজ বিনির্মাণে সচেতনতামূলক কাজ চালিয়ে নেওয়ার নির্দেশনা প্রদান করা হয়।
উল্লেখ্য, সুইস এ্যাম্বেসির অর্থায়নে আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস-এর বাস্তবায়নে আস্থাপ্রকল্পটি রাঙামাটি জেলার দশ উপজেলায় বাস্তবায়নের কাজ চলমান রয়েছে। প্রকল্পটি ২০২৬ সালের মার্চ মাসে সমাপ্ত হওয়ার কথা রয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.