রাঙামাটিতে মহামারী কারোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। ফলে জনাসাধারনের মাঝে উদ্বেগ ও আতংক বাড়ছে। বৃহস্পতিবার ১৮২ জনের নমুনা পরীক্ষার মধ্যে ৭১ জনের নতুন করোনা রোগী সনাক্ত হয়েছে। এতে সনাক্তের হার হচ্ছে ৩৯ দশমিক ০১ শতাংশ।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাঙামাটি জেনারেল হাসপাতালে করোনা পরীক্ষাগারে ১৮২ জন নমুনা পরীক্ষা দিয়েছেন। এর মধ্যে ৭১ জনের দেহে করোনা পজিটিভ সনাক্ত হয়েছে। সনাক্তের ৭১ জনের মধ্যে রাঙামাটি সদরে ৪৯ জন, কাপ্তাইয়ে ১৪ জন, কাউখালীতে ২জন, বাঘাইছড়িতে ২ জন, লংগদুতে ১জন, বিলাইছড়ি ১জন, রাজস্থলীতে ১জন, লংগদুতে ১ জন ও নানিয়ারচরে ১ জন। এ পর্ষন্ত রাঙামাটি পরীক্ষাগারে ২৭৬৯১ জনের করোনা নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে সনাক্ত হয়েছে ৪৫২০জন। তবে সুস্থ হয়েছেন ৪২৩২জন। চিকিৎসাধীন রয়েছেন ২৫৫জন।
উল্লেখ্য, এ পর্ষন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৪ জন। করোনা টিকার মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ৪০০৯৯৯জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৩০১৬৪৬ জন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.