• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
খাগড়াছড়িতে গর্ভবতী নারী ও কিশোরীদের মোবাইল প্রজনন স্বাস্থ্য সেবা ক্যাম্প                    অবশেষে তিন পার্বত্য জেলা পরিষদের অর্ন্তবর্তীকালীন পরিষদ পূর্নগঠন                    সাংবাদিক প্রদীপ চৌধুরীর মুক্তির দাবীতে রাঙামাটিতে প্রতীকি কর্মবিরতি                    খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি আটক                    খাগড়াছড়িতে সাম্প্রতিক সহিংসতায় ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শনে পার্বত্য উপদেষ্টা                    খাগড়াছড়িতে দোকান ভাংচুর ও লুটপাট মামলায় ৫ জন আটক                    খাগড়াছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্থদের চিকিৎসা ও ওষুধ বিতরণ                    খাগড়াছড়িতে সংঘাত, নৈরাজ্য ও অস্থিতিশীলতার বিরুদ্ধে সম্প্রীতি সমাবেশ                    খাগড়াছড়িতে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে,সাপ্তাহিক হাটে উপস্থিতি কম                    খাগড়াছড়ি পৌরসভা এলাকায় ১৪৪ ধারা চলছে,এখনো থমথমে অবস্থা                    অনাকাংখিত পরিস্থিতি এড়াতে খাগড়াছড়ি জেলা সদরে ১৪৪ ধারা জারি                    পানছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত নারী ও কিশোরীকে চিকিৎসা ও ওষুধ বিতরণ                    মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্থ দুইশত পাহাড়ি-বাঙালিকে চিকিৎসা সেবা ও ঔষুধ বিতরণ                    খাগড়াছড়ি ও রাঙ্গামাটির সহিংস ঘটনার তদন্ড শুরু করেছেন তদন্ড কমিটি                    খাগড়াছড়িতে নিহতদের স্বরনে মোমবাতি প্রজ্জলন                    খাগড়াছড়ির ৭২ ঘন্টা সড়ক অবরোধ পালিত,সাজেকের আটকে পড়া পর্যটকরা ফিরবেন আজ                    সড়ক অবরোধের দ্বিতীয় দিন সাজেকে আটকা পড়েছেন প্রায় ১৪শ পর্যটক                    আগামীতে যেন আর ভুল বুঝাবুঝি সৃষ্টি না হয়, সজাগ থাকতে হবে-হাসান আরিফ                    শান্তিপূর্ণভাবে সড়ক অবরোধের প্রথমদিন চলছেনা দুরপাল্লার গাড়ি                    দীঘিনালায় সহিংস ঘটনায় নিহত ৩, আহত ১০                    দীঘিনালায় দুপক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া,বাজারে আগুনে পুড়েছে অর্ধ শতাধিক দোকানপাট                    
 
ads

রাবিপ্রবি’র সাথে যবিপ্রবি’র সমঝোতা স্মারক স্বাক্ষরিত

প্রেস বিজ্ঞপ্তি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Nov 2021   Saturday

শিক্ষা ও গবেষণায় যৌথ সহযোগিতা, গবেষণামূলক সফর, দুই প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মকর্তা ও শিক্ষার্থীদের প্রশিক্ষণসহ বিভিন্ন ল্য বাস্তবায়নে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সাথে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি)।

 

শনিবার দুপুরে দুই বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের উপস্থিতিতে যবিপ্রবি’র রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব ও রাবিপ্রবি’র রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অঞ্জন কুমার চাকমা প্রশাসনিক পর্যায়ে নিজ নিজ প্রতিষ্ঠানের পে এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

 

যবিপ্রবির প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. প্রদানেন্দু বিকাশ চাকমা ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুল মজিদ, ডিন অধ্যাপক ড. সৈয়দ মো. গালিব, অধ্যাপক ড. মো. জিয়াউল আমিন, ড. শিরিন নিগার, ড. মো. আব্দুল্লাহ আল-মামুন, ড. সুমন চন্দ্র মোহন্ত ও ড. মো. মেহেদী হাসান এবং রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের প্রক্টর জুয়েল সিকদার, ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের চেয়ারম্যান ড. সুপ্রিয় চাকমা, সহকারী রেজিস্ট্রার (প্রশাসন) মোহাম্মদ কামরুল হাসান ও সহকারী রেজিস্ট্রার (এস্টেট) সেতু চাকমা। সমঝোতা স্মারক স্বাক্ষরে দুই প্রতিষ্ঠানের মধ্যে মধ্যস্ততা করেন যবিপ্রবির ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আলম হোসেন।

 

এই সমঝোতা স্মারকের প্রধান ল্যগুলো হচ্ছে যৌথ সহযোগিতার মাধ্যমে জয়েন্ট ফিল্ড ট্রিপ, তথ্য ও প্রযুক্তি আদান-প্রদান, শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে শিক্ষক-কর্মকর্তা ও শিক্ষার্থীদের প্রশিক্ষণ, বিনিময় কর্মসূচি (একচেঞ্জ প্রোগ্রাম), যৌথ গবেষণার জন্য গবেষণারের সুযোগ-সুবিধা বিনিময় এবং অন্যান্য সাধারণ সুবিধাদি প্রদান করা। এ সমঝোতা স্মারকের মেয়াদ হবে আগামী পাঁচ বছর।

 

সমঝোতা স্মারক স্বাক্ষর করার পর রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. প্রদানেন্দু বিকাশ চাকমা বলেন, গণমাধ্যমের বদৌলতে জেনেছি, শিক্ষা ও গবেষণার জন্য যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষণাগারের সুযোগ-সুবিধা অনেক উন্নত। তবে দুই প্রতিষ্ঠানের মধ্যে সাংস্কৃতিক বিনিময়, গবেষণা ও শিক্ষার জন্য ভ্রমণসহ নানা বিষয়ে আমরা আপনাদের পাশে থাকতে পারবো। আশা করি, এ সমঝোতা স্মারকের মাধ্যমে দুই প্রতিষ্ঠানের সম্পর্ক আরও উন্নত হবে।

 

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন বলেন, এ সমঝোতা স্মারক সইয়ের মূল লক্ষ্য হচ্ছে পারস্পারিক সাহায্য-সহযোগিতার মাধ্যমে আমাদের যা কিছু তাই নিয়ে দুই প্রতিষ্ঠানের সামনের দিকে এগিয়ে যাওয়া, এ দেশকে গড়তে হলে আমাদের এটা করতে হবে। রাঙামাটির যে উন্নত সাংস্কৃতিক ঐহিত্য রয়েছে, সেটা সত্যিই প্রশংসার দাবি রাখে। দুই প্রতিষ্ঠানের পারস্পারিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আমরা উভয়কেই সার্বিক সহযোগিতার মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবো।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ