লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজে রোববার যথাযথ মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত হয়েছে।
বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে দিবসটি উপলক্ষ্যে শিক্ষার্থীদের জন্য রচনা এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মেজর আরিফ মাহমুদ মহোদয় এই দিবসটির তাৎপর্য তুলে ধরেন। আলোচনা শেষে প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
দিবসটি শেষে দেশের কল্যাণ, সমৃদ্ধি ও সশস্ত্র বাহিনীর উন্নতি ও অগ্রগতি কামনা করে এবং আত্মোৎসর্গকারী বীর সেনাদের আত্মার শান্তি কামনা করে প্রতিষ্ঠান- এর মসজিদে দোয়া এবং মোনাজাত করা হয়।
--প্রেস বিজ্ঞপ্তি।