বাংলাদেশ বৌদ্ধ ধর্মীয় কল্যান ট্রাস্ট রাঙামাটি পার্বত্য জেলা শাখার ব্যবস্থাপনায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যান তহবিল হতে প্রদত্ত অনুদানের চেক প্রদান করা হয়েছে।
শনিবার রাঙামাটি শহরের মৈত্রী বিহারস্থ কল্যান ট্রাস্টের কার্যালয়ে রাঙামাটি বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে সম্মানিত ট্রাস্টি দীপক বিকাশ চাকমা বিভিন্ন বিহার পরিচালনা কমিটির সদস্যদের হাতে চেক হস্তান্তর করেন। এবার রাঙামাটি পার্বত্য জেলাধিন বিবিন্ন উপজেলার ৩৫টি বিহারের জন্য মোট ৪ লক্ষ ৭৫ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে।
প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যান ট্রাস্টের সহায়তা প্রাপ্ত রাঙামাটি জেলার বিহার গুলো হলো, রাঙামাটি সদরের মাচ্ছ্যাপাড়া উন্দ্রপুর বৌদ্ধ বিহার, অনুরুদ্ধ বৌদ্ধ বিহার, উলুছড়া উপগুপ্ত বন বিহার, তপোবন অরণ্য কুটির, খারিক্ষ্যং শাক্য বন বিহার, মারিশ্যাবিল শাখা বন বিহার, পুটিখালি ভ’ঁইয়া আদম সার্বজনীন অরণ্য বন ভাবনা কুটির, মৈত্রী বিহার, অগৈয়াছড়া মনোরম বৌদ্ধ বিহার, মনিরতœ জেতবন বন বিহার। বিলাইছড়ি উপজেলার বহলতলী জ্ঞানাংকুর বৌদ্ধ বিহার। কাউখালী উপজেলার পঞ্চ কল্যান বৌদ্ধ বিহার, রৈস্যাবিলি ভাবনা কুটির, সোনাইছড়ি শান্তি নিকেতন বৌদ্ধ বিহার। বাঘাইছড়ি উপজেলার ধর্মরাজ বৌদ্ধ বিহার, বিজয়পুর বন বিহার। কাপ্তাই উপজেলার নারানগিরি বড়পাড়া বৌদ্ধ বিহার, বারঘোনিয়া জ্ঞানোদয় বৌদ্ধ বিহার, গাছকাটা ছড়া সদ্ধর্মোদয় বৌদ্ধ বিহার, কুকিমারা পাড়া ধর্মসুখ বৌদ্ধ বিহার।
রাজস্থলী উপজেলার খাগড়াছড়ি পাড়া মঙ্গল সুখ পরিটিয়া বৌদ্ধ বিহার, ক্রংসগাই পাড়া ত্রিরতœ বৌদ্ধ বিহার, ঘিলামুখ আমতলী পাড়া সার্বজনীন বৌদ্ধ বিহার, চনাইছড়ি পাড়া মিলন বিহার। লংগদু উপজেলার লংগদু বড়াদম বৌদ্ধ বিহার, কাট্টলী নীল চন্দ্র ধর্মশক্তি বন বিহার, ধর্ম শান্তি বন বিহার। জুরাছড়ি উপজেলার ডেবাছড়া ত্রিরতœ বৌদ্ধ বিহার, শুকনাছড়ি বেনুবন বৌদ্দ বিহার। বরকল উপজেলার বনরূপা বৌদ্ধ বিহার, চেগেইয়াছড়ি ত্রিরতœ বৌদ্ধ বিহার, হরিনা জ্ঞানোদয় বৌদ্ধ বিহার। নানিয়ারচর উপজেলার শান্তি কল্যান অরণ্য কুটির ও নাগরচান কার্বারী সংঘপুর বৌদ্ধ বিহার ।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.