রাঙামাটির কাপ্তাই উপজেলার কুকিমারা এলাকায় মারমা সম্প্রদায়ের ঐত্যিবাহী জলকেলী উৎসব মঙ্গলবার আনন্দমূখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
কুকিমারা এলাকাবাসী উদ্যোগে স্থানীয় মাঠে জলকেলী উৎসবের উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন রাঙামাটি আসনের সাংসদ উষাতন তালুকদার। কুকিমারা জলকেলী উদযাপন কমিটির আহ্বায়ক চিংচাউ মারমার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আদিবাসী ফোরামের সাংগঠনিক সম্পাদক শক্তিপদ ত্রিপুরা, জনসংহতি সমিতির নেতা সুভাষ চাকমা, ২নং রাইখালী ইউপি চেয়ারম্যান সায়মং মারমা, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(তদন্ত) নূরুল আলম, ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবিমল তংচংগ্যা। হ্রাংহ্লা মারমার সভাপতিত্বে স্বাগত বক্তব্যে দেন উদযাপন কমিটির সদস্য সচিব মংবাখই মারমা।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি জলকেলী উৎসবের উদ্বোধনের পর পর মারমা তরুন-তরুনীরা একে অপরকে পানি ছিটিয়ে দিয়ে আনন্দে উৎসবে মেতে উঠেন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে উষাতন তালুকদার এমপি বলেন, মারমা সংস্কৃতির পাশাপাশি অন্যান্য সম্প্রদায়কেও তাদের নিজ নিজ সংস্কৃতিকে রক্ষার পাশাপাশি সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। আন্ধকার দূরীভূত করে আলোকিত করে নিজেদের অধিকার স্বাধিকার প্রতিষ্ঠায় কাজ করে যেতে হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.