বুধবার খাগড়াছড়িতে পরিবেশ-প্রকৃতি ও প্রতিবেশ সুরক্ষায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় একটি বেসরকারী হল রুমে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ক্লাইমেট জাস্টিস নেটওয়ার্ক’র সভাপতি নমিতা চাকমা। অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন সমাজকর্মী নির্মল কান্তি দাশ, গবেষক মথুরা বিকাশ ত্রিপুরা, উন্নয়ন সংগঠক রিপন চাকমা, উন্নয়নকর্মী খগেন্দ্র ত্রিপুরা, মিনুচিং মারমা, বিনোদন ত্রিপুরা, প্রমোদ বিকাশ ত্রিপুরা, জগদীশ রোয়াজা, খাগড়াছড়ি রিপোর্টাস ইউনিটি’র সভাপতি চাইথোয়াই মারমা এবং সংবাদকর্মী প্রদীপ চৌধুরী।
সভায় খাগড়াছড়ি জেলার নদী-খাল ও ছড়ার প্রাকৃতিক সুরক্ষা, দূষণ ও বেদখল রোধ, তামাক চাষের দীর্ঘ মেয়াদী ক্ষয়ক্ষতি রোধে সচেতনতা সৃষ্টি, পর্যটন সংলগ্ন এলাকার বন সংরক্ষণ, বেপরোয়া বনজ সম্পদের উজাড় রোধে বিভিন্ন সংগঠনের অংশগ্রহণে সম্মিলিত আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করেন বক্তারা।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.