“বন বাচঁলে থাকবে পানি” এই শ্লোগানে সচেতনতা ভিডিও চিত্র প্রদর্শনী প্রদর্শন করা হয়েছে।
বুধবার (২৯ ডিসেম্বর) খাগড়াছড়ি সদরের ইটছড়ি রির্সোস সেন্টার ও কমলছড়ি মুখ পাড়া আম্রকানন বৌদ্ধ বিহারের মাঠে এ প্রদর্শনী প্রদর্শন করা হয়।
খাগড়াছড়ি জেলার স্থানীয় বেসরকারী উন্নয়ন সংগঠন তৃণমূল উন্নয়ন সংস্থা ইউএসএআইডি-র অর্থায়নে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও ইউএনডিপি-র কারিগরি সহায়তায় চিটাগং হিলট্রাক্টস ওয়াটার শেড কো- ম্যানেজমেন্ট এ্যাক্টিভিটি (সিএইচটিডবিøউসিএ) এসআইডি- সিএইচটি প্রকল্পের মাধ্যমে খাগড়াছড়ি সদর উপজেলার ২নং কমলছড়ি ইউনিয়নে ইটছড়ি ভিতর পাড়া ও কমলছড়ি মুখ পাড়া ২টি পাড়ায় জন সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভিসিএফ ব্যবস্থাপনা ও সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্য সংরক্ষণ ও ব্যবস্থাপনা, ওয়াটারশেড টেকসই করণের লক্ষ্যে ‘‘ বনবাঁচলে থাকবে পানি ” এই শ্লোগানটি সামনে রেখে কমিউনিটি পর্যায়ে ভিডিও প্রদর্শনকরা হয়। উক্ত ভিডিও প্রদর্শন অনুষ্ঠানে ভিসিএফ কমিটির সভাপতি সম্পাদকসহ পাড়ার অনেকগণ্য মান্য ব্যক্তি ও পাড়াবাসীরা উপস্থিত ছিলেন। দুই দিন ব্যাপী এ ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। উক্ত প্রদর্শনীতে প্রায় ৭ শত নারী-পুরুষ ও শিশুরা অংশ গ্রহন করে।।
---হিলবিডি২৪/সম্পদনা/এ,ই