রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটন উপত্যকা সাজেক ভ্যালি থেকে মোটরসাইকেলে ফেরার পথে বাঘাইছড়ি-সাজেক সড়কের ১৪ মেইল চম্পাতলী এলাকায় দুর্ঘটনার সড়ক দুর্ঘটনায় এক সেনাবাহিনী সদস্যর মৃত্যু হয়েছে। আজ রোববার বিকালে এ ঘটনা ঘটেছে। নিহত সেনা সদস্যর নাম আব্দুল হালিম। তিনি সেনাবাহিনীর ল্যান্স কর্পোরাল পদে চট্টগ্রাম সেনানিবাসের অধীনস্থ ২৩ বীরে কর্মরত ছিলেন।
জানা গেছে, রোববার বিকেলে পর্যটন সাজেক ভ্যালি থেকে মোটরসাইকেলযোগে বাঘাইছড়ি উপজেলা সদরে ফিরছিলেন ল্যান্স কর্পোরাল আব্দুল হালিম। এসময় সড়কের একটি চাঁন্দের(খোলা জীপ) গাড়িকে সাইট দিতে গিয়ে মোটরসাইকেলটি উল্টে গিয়ে তিনি মারাতœক আহত হন। পরে স্থানীয়রা তাকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে খাগড়াছড়ি সেনা রিজিয়ন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে পরীক্ষা-নীরিক্ষার করার পর মৃত ঘোষনা করেন। মৃত আব্দুল হালিমের বাড়ি উপজেলার বাঘাইছড়ি পৌর এলাকার ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম মুসলিম ব্লক এলাকার মৃত শহিদুল ইসলামের বড় ছেলে।
সাজেক থানার ওসি নুরুল হক সত্যতা স্বীকার করে জানান, সাজেক থেকে মোটরসাইকেলযোগে ফেরার পথে এক সেনাসদস্য নিহত হয়েছেন। তিনি ছুটিতে বাড়িতে বেড়াতে এসেছিলেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.