আগামী ২০ থেকে ২১ মে পর্যন্ত দুই দিনের সফরে পর্যটন সাজেক ভ্যালী যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। দুদিন সফরে তিনি রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন ভ্যালীতে প্রাকৃতিক মনোররম দৃশ্য উপভোগসহ স্থানীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের সাংসকৃতিক অনুষ্ঠানে যোগদান করবেন। তার সফরকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
উল্লেখ্য, গেল ১৪ মে রাষ্ট্রপতি সাজেক সফরের কথা ছিল। কিন্তু প্রাকৃতিক দূর্যোগের কারনে ওই সফর স্থগিত করা হয়।
রাষ্ট্রপতির প্রটোকল কর্মকর্তা নবীরুল ইসলাম পাঠানো এক সফর সূচিতে বলা হয় , মহামান্য রাষ্ট্রপতি আবদুল হামিদ দুপুর ২ টায় হেলিকপ্টার যোগে সাজেক হ্যালিপ্যাড অবতরণ করবেন এবং তিনি সাজেকের রিসোর্ট রুন্ময় গমন করবেন। সেখানে তিনি দুপুরের মধ্যহৃভোজ, সূর্যাস্ত উপভোগ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ গ্রহণ ও রাত্রি যাপন করবেন। আগামী ২১ সকালে লুসাই পল্লি সাজেক ভ্যালির খাসরাং রিসোর্ট পরিদর্শনসহ দুপুরের মধ্যহৃ ভোজের পর বিকাল সাড়ে তিন টার দিকে তিনি ঢাকার উদ্যেশে সাজেক ভ্যালি ত্যাগ করবেন। তবে রাষ্ট্রপতি সফরের কারণে সাজেকের রিসোর্ট বন্ধ না থাকলে ও অধিকাংশ রিসোর্ট তার সফর সঙ্গীদের জন্য বুকিং রাখা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদারসহ কড়াকড়ি আরোপ থাকবে আসা পর্যটকদের দিকে।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, মহামান্য রাষ্ট্রপতি সফর উপলে নিরাপত্তাসহ সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পূর্ণ করা হয়েছে।