আনন্দ শোভাযাত্রা, পান্তা ইলিশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনের মধ্য দিয়ে মঙ্গলবার খাগড়াছড়িতে বাংলা নববর্ষকে বরণ উৎসব পালিত হয়েছে।
সকালে স্থানীয় টাউন হল প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভা যাত্রাটি বের হয়ে শহরের প্রধান সড়ক ঘুরে সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। শোভাযাত্রায় স্থানীয় সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা, খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল স.ম. মাহবুবুল আলম, জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান ও পুলিশ সুপার শেখ মো: মিজানুর রহমানসহ বিভিন্ন সংগঠন ও পাহাড়ি-বাঙালী তরুন-তরুনীরা বর্ণিল পোষাকে অংশ নেয়।
এছাড়া সকালে পুলিশ প্রশাসন আয়োজন করে পান্তা ইলিশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.