বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে মঙ্গলবার সাংগ্রাই,বৈষু,বিযু ও বাংলা নববর্ষ উদযাপিত হয়েছে।
বিভিন্ন আয়োজনের মাধ্যমে বান্দরবানে নববর্ষ পালিত হয়েছে। মঙ্গলবার সকালে স্থানীয় রাজার মাঠে বেলুন উড়িয়ে শুভ নববর্ষের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি। এর পর স্থানীয় রাজার মাঠ থেকে এক মঙ্গল শোভাযাত্রা শহরের গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিন করে পুনরায় রাজার মাঠে গিয়ে শেষ হয়। এর পর বান্দরবান শহর মডেল প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত পান্তা ইলিশ ভোজনে আয়োজন করা হয়। এসময় অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন জেলাও দায়রা জজ মোঃ সফিকুর রহমান, ৬৯ রিজিয়নের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নকিব আহমেদ চৌধুরী পিএসসি,জেলা প্রশাসক মোঃ মিজানুল হক চৌধুরী,পুলিশ সুপার দেবদাস ভট্ট্যাচার্য, পার্বত্র চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবানের নির্বাহী প্রকৌশলী আবদুল আজিজসহ সরকারী-বেসরকারী কর্মকর্তাসহ জনপ্রতিনিধিরা। পরে পুরুষ্কার বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.