আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে বুধবার রাঙামাটির মগবান ইউনিয়নে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বেসরকারী উন্নয়ন সংস্থা হিল ফাওয়ারের আয়োজনে ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় বড়াদম বাজারের অনুষ্ঠিত আলোচনা সভায় ২নং মগবান ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সজীব চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ৬নং বালুখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান অমনি চাকমা। বক্তব্যে দেন সাংবাদিক সাধন বিকাশ চাকমা ও হিল ফাওয়ারের প্রজেক্ট ম্যানেজার জ্যোতি বিকাশ চাকমা। অনুষ্ঠানে মগবান ইউনিয়নের নারী-পুরুষ অংশ নেন।
আলোচনা সভা শেষে একটি র্যালী বের করা হয়। র্যালীটি বড়াদম বাজারের চারদিকে প্রদক্ষিণ করে বাজার ছাউনিতে গিয়ে শেষ হয়।
সভায় বক্তারা বলেন, আজকে নারীরা ঘরে ও ঘরের বাইরে নানান নির্যাতনের শিকার হচ্ছে। এ জন্য নারীদের প্রতিরোধ গড়ে তুলতে হবে ও সচেতন হবে। পাশাপাশি পুরুষদের এগিয়ে আসতে হবে যাতে নারীরা সহিংসতার শিকার না হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.