যথাযোগ্য মর্যাদায় সেনাবাহিনী শনিবার সেনাবাহিনীর পরিচালিত প্রতিষ্ঠান রাঙামাটির অন্যতম বিদ্যাপীঠ লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজে যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস উদযাপন করা হয়েছে।
বর্তমানে কোভিড-১৯ পরিস্থিতির কারণে বাংলাদেশ সরকার কর্তৃক নির্দেশনা মোতাবেক সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় প্রতিষ্ঠানটির অনলাইন শিক্ষা কার্যক্রম গুগল ক্লাসরুমের মাধ্যমে পরিচালিত হয়ে আসছে। তারই ধারাবাহিকতায় সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে অনলাইনে রচনা এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় ১ম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ গ্রহণ করে।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ভেতর থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদেরকে বিভিন্ন রকম অনুপ্রেরণামূলক বই উপহার দিয়ে পুরস্কৃত করা হয়। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে শিক্ষার্থীদের সুরক্ষার কথা চিন্তা করে অনলাইনে চিত্রাঙ্কন এবং রচনা প্রতিযোগিতার ব্যবস্থা করা হয়েছে।এতে করে শিক্ষার্থীরা সশস্ত্র বাহিনী দিবস এবং তার গুরুত্ব সম্পর্কে জানতে পারবে।
--প্রেস বিজ্ঞপ্তি