রাঙামাটিতে করোনা ভাইরাসে নতুন করে আরো ৭ জন আক্রান্ত হয়েছেন। এই নিয়ে রাঙামাটি জেলায় এ পর্ষন্ত ৬৮জন করোনায় আক্রান্ত হলেন।
রাঙামাটি সিভিল সার্জন কার্যালয়ের করোনা বিষয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডাঃ মোস্তফা কামাল জানান, গেল সোমবার রাতে চট্টগ্রামের বাংলাদেশ ইনষ্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেশনাল ডিজিজেজ(বিআইটিআইটি) এর ল্যাব থেকে ৭ জনের করোনা পজিটিভ এসেছে। আক্রান্ত ৭জন সবাই কাপ্তাই উপজেলার বাসিন্দা। এদের মধ্যে থেকে ১ শিশু,৩জন পুরুষ ও ৩জন নারী রয়েছেন। তাদের বয়স ২০ থেকে ৪০ বছর পর্ষন্ত। নিয়ে রাঙামাটি জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৬৮ জনের।
তিনি আরো জানান, রাঙামাটি থেকে এ পর্ষন্ত ১১০৩টি নমুনা সংগ্রহ করে বাংলাদেশ ইনষ্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেশনাল ডিজিজেজ(বিআইটিআইটি) এবং চট্টগ্রাম ভেটেনারী ও এনিম্যাল সাইন্সেস বিশ^বিদ্যালয় ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এতে রিপোর্ট এসেছে ৮৯৭টি। বাকী ২০৬টি রিপোর্ট এখনো আসেনি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.