শুক্রবার খাগড়াছড়ি মানিকছড়ি উপজেলার উত্তর গবামারা গ্রামে বজ্রপাতে এক নারীর মৃত্যু হয়েছে। নিহত খোতেজা বেগম(৩৭) ওই এলাকায় পার্বত্য চট্টগ্রাম টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের পাড়াকর্মী বলে জানা গেছে।
নিহতের স্বামী নুর মোহাম্মদ জানান, তার স্ত্রী খোতেজা বেগম গরুর ঘরে গরু দেখতে গেলে হঠাৎ বজ্রপাত ঘটে। সঙ্গে সঙ্গে তাকে আহত অবস্থায় মানিকছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মহিউদ্দিন তাকে মৃত ঘোষনা করেন।
মানিকছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্র্তা (ওসি) আমির হোসেন জানান, খোতেজা বেগম নামের এক নারী বজ্রপাতে নিহত হয়েছে। নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে ও জন প্রতিনিধিদের সুপারিশে নিহত নারীকে ময়নাতদন্ত ছাড়া দাপনকার্য সম্পন্ন করার অনুমতি দেওয়া হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.