খাগড়াছড়ির পানছড়ির মুনিপুর বনবিহারে দুদিন ব্যাপী ২১তম কঠিন চীবর দান সোমবার অনুষ্ঠিত হয়েছে।
বিহার প্রাঙ্গনে গৌতম বুদ্ধের অমৃতময় বাণী ও স্ব-ধর্ম দেশনা দেন রাঙামাটি রাজ বনবিহারের অবাসিক সংঘের প্রধান শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাস্থবির, মুনিপুর বনবিহারের অধ্যক্ষ শ্রীমৎ বশিষ্ট মহাস্থবির, রাঙামাটি রাজ বনবিহারের থেকে আগত শ্রীমৎ সুমন মহাস্থবির, পানছড়ির প্রজ্ঞা সাধনা বনবিহারে অধ্যক্ষ শ্রীমৎ অগ্রজ্যোতি মহাস্থবির, পূজগাং অরন্য কুটিরের অধ্যক্ষ অনুমদর্শী স্থবির। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক ইন্দ্র লাল চাকমা। অনুষ্ঠানে বুননকৃত চীবর দানসহ বুদ্ধ মূর্তি দান, সংঘ দান, অষ্ট পরিস্কার দান, কল্পতরুসহ নানাবিধ দান সামগ্রী দান করা হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.