দরিদ, অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও আর্থিক সহায়তা দেওয়ার মধ্য দিয়ে খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় অল নাইচ শিক্ষা ফাউন্ডেশনের আত্মপ্রকাশ করেছে। এ উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকে নগদ অর্থ ও শিক্ষা সামগ্রি বিতরণ করা হয়েছে।
বুধবার পানছড়ি উপজেলা গণ পাঠাগারে বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উল্টাছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বাবুল। শিক্ষক সুলতান মাহমুদের সঞ্চালনায় বক্তব্য রাখেন অল নাইচ শিক্ষা ফাউন্ডেশনের অগ্রজ উদ্যোক্ত পানছড়ি ডিগ্রী কলেজের প্রভাষক ত্রিরতন চাকমা, খাগড়াছড়ি সাংসদ এর একান্ত সহকারী খগেন্দ্র ত্রিপুরা, প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষক আব্দুল মান্নান, পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ের সিনিয়ির শিক্ষক আব্দুল মানান প্রমূখ। এসময় অল নাইচ পরিবারে সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
নগদ অর্থ ও শিক্ষা উপকরণ হাতে পেয়ে দীপা নন্দী, মানি চাকমা, মানষ ত্রিপুরা, সোনিয়া আক্তার, আজিজুল হক জানান, এ পুরস্কার তাদের শিক্ষায় আরো বেশী আগ্রহী করে তুলবে। তারা এর সুফল দেওয়ার আপ্রাণ চেষ্টা করবেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.