রোববার রাঙামাটি সদর ৬নং বালুখালী ইউনিয়ন ৮নং ওয়ার্ডে বসন্ত সমবায় বৌদ্ধ বিহারে ২৪তম দানোতম কঠিন চীবর দান সম্পন্ন হয়েছে।
বসন্ত সমবায় বৌদ্ধ বিহার প্রাঙ্গনে ধর্মীয় অনুষ্ঠানে সংঘ রাজ বিহারের অধ্যক্ষ ও রাঙামাটি পৌর বিহার সভাপতি ভদন্ত ধর্মকীতি মহাথের সভাপতিত্বে ধর্ম দেশনা প্রদান করেন উপাঞঞ্যাদীপা থের বনরুপা মৈত্রী বিহার,বক্তব্য রাখেন ৬নং বালুখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিজয় গিরি চাকমা, বসন্ত সমবায় বৌদ্ধ বিহারের সাধারণ সম্পাদক সাধন বিকাশ চাকমা প্রমূখ।
পূন্যনুষ্ঠানে কঠিন চীবর দান, বুদ্ধ মূর্ত্তি দান, সংঘ দান, অষ্টপরিস্কার দান, কল্পতরু দান, হাজার প্রদীপ দান, আকাশ প্রদীপ দানসহ নানাবিধ দানিয় সামগ্রী উৎসর্গ করা হয়।
বৌদ্ধ ধর্মীয় দেশনায় ভদন্ত উপাঞঞ্যাদীপা থেরো উপস্থিত বৌদ্ধ দায়ক দায়িকাদের উদ্দেশ্য বলেন পঞ্চশীল পালনের মাধ্যমে একজন ব্যাক্তির সৎ চিন্তা চেতনা বৃদ্ধি পায়, শীল আচরণের মাধ্যমে এক জন ভাল মনের অধিকারি হন ।
তিনি এই ধর্ম হচ্ছে অহিসা পরম ধর্ম, তাই সবাইকে লোভ, দেষ, মোহ, হিংসা ত্যাগ করে মৈত্রী ভাব পোষণ করার হিতোপোদেশ দেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.