চাকমা রাণী য়েন য়েন এর ওপর আঘাত রাজ পরিবার, জাতি ও জনগণের প্রতি চরম অপমান বলে মন্তব্য করেছেন ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর সভাপতি প্রসিত বিকাশ খীসা।
সোমবার বিভিন্ন গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বিশেষ বার্তায় প্রসিত বিকাশ এ মন্তব্য করেন।
বিবৃতিতে চাকমা রাণী য়েন য়েন-এর প্রতি সংহতি প্রকাশ করে বলেন, ‘রাঙামাটির বিলাইছড়িতে নির্যাতনের দুই মারমা তরুণীর ন্যায় বিচারের পক্ষে দাঁড়াতে গিয়ে গেল ১৫ ফেব্রুয়ারি চাকমা রাণীর ওপর যে বর্বরোচিত ও ন্যাক্কারজনক হামলা হয়েছে, তাতে ইউপিডিএফ পরিবার তথা পার্বত্য চট্টগ্রামের জনগণ অত্যন্ত ব্যথিত, মর্মাহত এবং একই সাথে ক্ষুদ্ধ।’
বিশেষ বার্তায় এই আঘাত কেবল রানীর ওপর নয়, বরং চাকমা রাজ পরিবারসহ পার্বত্য চট্টগ্রামের অন্যান্য রাজ পরিবার এবং সংখ্যালঘু জাতিসমূহের ঐতিহ্য, প্রথা, আমাদের জাতি ও জনগণের ওপর চরম অপমান। তা বরদাস্ত করার মতো বিষয় নয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.