শুক্রবার রাঙামাটিতে রাজ বন বিহারে ত্রিশরণ ফাউন্ডেশনের (টিএফবি) দশম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ধর্মীয় অনুষ্ঠান ও ধর্মীয় সভার আয়োজন করা হয়।
রাজ বন বিহারের ধর্ম শালায় ধর্মীয় আলোচনা সভায় ধর্ম দেশনা দেন রাজ বন বিহার আবাসিক ভিক্ষু সংঘের প্রধান শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাস্থবির। অনুষ্ঠানে ধর্মীয় আলোচনা করেন মহাকরুণা চিত্ত শামণ(সাবেক উপমন্ত্রী মনিস্বপন দেওয়ান)। স্বাগত বক্তব্যে দেন ত্রিশরণ ফাউন্ডেশনের সভাপতি ও বিশিষ্ট সংগীত শিল্পী রনজিৎ দেওয়ান। ধর্মীয় সংগীত পরিবেশন করেন সংগীত শিল্পী প্রিয় বাবু চাকমা।
অনুষ্ঠান সঞ্চলনা করেন অনুময় চাকমা এবং পঞ্চশীল প্রার্থনা করেন রঞ্জন বড়ুয়া। অনুষ্ঠানে ত্রিশরণ ফাউন্ডেশনের সদস্যরা ছাড়াও ধর্মীয় পূর্নাথীরা উপস্থিত ছিলেন।
এর আগে দেশ ও বিশ্বে মঙ্গল কামনায় ও অতীতে দেব মানুষ্য মুক্তির কামনায় বুদ্ধ মূর্তি দান, হাজার প্রদীপ দান, অষ্ঠপরিষ্কার দান ও পিন্ডুদানসহ নানা বিধ দান করা হয়।
ধর্মীয় সভায় রাজ বন বিহার আবাসিক ভিক্ষু সংঘের প্রধান শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাস্থবির তার ধর্মীয় দেশনায় বলেন পৃথিবীতে শ্রেষ্ঠ ধর্ম হিসেবে বিবেচিত হয়েছে এই বৌদ্ধ ধর্ম। বৌদ্ধ ধর্মের মূল লক্ষ্য হচ্ছে অহিংসা পরম ধর্ম। অহিংসা পরম সুখ। তিনি সকল প্রাণীর সুখ শান্তি কামনা করে বৌদ্ধ ধর্মের যে নীতি আদর্শ রয়েছে তা সবাইকে অনুসরণ করে সৎ পথে, সৎ জ্ঞানে চলার হিতোপোদেশ দেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.