• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
ডাকসু নবনির্বাচিত জিএস ফরহাদ রাঙামাটিরই আলোকিত সন্তান                    ভিপি সাদিক খাগড়াছড়িতে বেড়ে উঠা এক আলোকিত তরুন                    রাবিপ্রবিতে ষ্টার্টআপ এন্ড এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট ফর ইয়থ বিষয়ক সেমিনার                    আশিকা দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে অফিস ম্যানেজমেন্ট বিষয়ক কর্মশালা                    রাঙামাটিতে সিপিবি’র নেতৃত্বে সমীর ও অনুপম                    পাহাড়ে জীববৈচিত্র্য পুনঃস্থাপন ও সম্প্রদায়ের বাস্তুতন্ত্র সংরক্ষনে ১২ কোটি টাকার প্রকল্প গ্রহন                    বিলাইছড়িতে তথ্য অফিস কর্তৃক নারী সমাবেশ                    রাঙামাটিতে কলা গাছের আঁশের স্যানিটারি ন্যাপকিনের প্রদর্শনী ও উদ্বোধন                    রাঙামাটিতে পুষ্টি পরিষেবার ঘাটতি পূরণে জন্য স্থানীয় লাইন বিভাগের সাথে সভা                    রাঙামাটিতে দুই বান্ধবীর একসাথে বিষপানে একজনের মৃত্যু,আরেকজন গুরুত্বর অসুস্থ                    রাঙামাটিতে সেনা অভিযানে জেএসএসের সশস্ত্র সদস্য আটক, অস্ত্র উদ্ধার                    রাঙামাটিতে সনাকের বলপিয়ে আদাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসিজি’র গ্রুপ গঠন                    রাঙামাটিতে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত                    জীববৈচিত্র্য পরিবেশগত ভারসাম্য রক্ষায় সবুজায়নের খাগড়াছড়িতে চারা বিতরণ                    রামগড়ে মা-মেয়েকে গলা কেটে হত্যা                    অনিয়মের অভিযোগে রাঙামাটি জনস্বাস্থ্য প্রকৌশলে দুদকের অভিযান                    প্রান্তিক জনগোষ্ঠীকে সরকারী সেবা সম্পর্কে অবহিত করতে গণ সংলাপ                    ভ্যান্ডর তালিকাভুক্তিকরণ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি                    রাজস্থলীর মিতিঙ্গাছড়িতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা                    কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাটে ফের পানি ছাড়া হচ্ছে                    
 
ads

শিক্ষা দিবসে খাগড়াছড়ি ও রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Sep 2016   Saturday

মহান শিক্ষা দিবস উপলক্ষে শনিবার ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ) সমর্থিত বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি) এর উদ্যোগে খাগড়াছড়ি ও রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

পিসিপি’র খাগড়াছড়ি জেলা কমিটির দপ্তর সম্পাদক রুপেশ চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, খাগড়াছড়ি সদর এলাকায় অনুষ্ঠিত সমাবেশে সংগঠনের জেলা শাখার সভাপতি রতন স্মৃতি চাকমার সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন ইউপিডিএফ’র কেন্দ্রীয় নেতা নতুন কুমার চাকমা। পিসিপি’র জেলা সাধারণ সম্পাদক সুনীল ত্রিপুরার সঞ্চালনায় সভাপতিত্ব বক্তব্য রাখেন পিসিপি’র কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক বিপুল চাকমা। সভার শুরুতে গণতান্ত্রিক আন্দোলনে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।


শিক্ষা দিবসে পানছড়ি উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলে সভাপতি হিমেল চাকমার সভাপতিত্বে তথ্য ও প্রচার সম্পাদক পরেশ চাকমা’র সঞ্চালনায় বক্তব্য রাখেন পানছড়ি ডিগ্রী কলেজ শাখার সভাপতি এডিসন চাকমা, গণতান্ত্রিক যুব ফোরাম থানা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিন্টু চাকমা, পিসিপি’র খাগড়াছড়ি জেলা কমিটির দপ্তর সম্পাদক রুপেশ চাকমা প্রমূখ।

 

মহালছড়িতে পিসিপি’র উপজেলা শাখার উদ্যোগে সমাবেশে সভাপতি সুমন্ত চাকমার সভাপতিত্বে মেনন চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন হিল উইমেন্স ফেডারেশনের জেলা দপ্তর সম্পাদক দ্বিতীয়া চাকমা, কলেজ শাখার সহ-সভাপতি সুনয়ন চাকমা, পিসিপি জেলা অর্থ সম্পাদক অমল ত্রিপুরা প্রমূখ।

 

লক্ষীছড়ি উপজেলা সদর বাদিপাড়ার বটতলা থেকে শুরু হয়ে লক্ষীছড়ি সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এক প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তব্য রাখেন পাহাড়ি ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা সাংগঠনিক সম্পাদক তপন চাকমা, ইউপিডিএফ’র লক্ষীছড়ি উপজেলার প্রতিনিধি আপ্রুসি মারমা ও ২ নং দুল্যাতলি ইউপি চেয়ারম্যান দয়াধন চাকমা প্রমূখ। রামগেড়ে যৌথ খামার যাত্রী ছাউনী থেকে বের হয়ে যৌথ খামার বাজারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। এতে বক্তব্য রাখেন পিসিপি রামগড় কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক নরেশ ত্রিপুুরা, ইউপিডিএফ এর রামগড় উপজেলার প্রতিনিধি হরিকমল ত্রিপুরা, গণতান্ত্রিক যুব ফোরাম রামগড় শাখার সভাপতি বাবু মারমা প্রমূখ।


খাগড়াছড়ি সদর এলাকায় অনুষ্ঠিত সমাবেশে ইউপিডিএফ নেতা নতুন কুমার চাকমা তার বক্তব্যে বলেন, “শিক্ষার প্রকৃত উদ্দেশ্য ঘুষ নেয়া কিংবা চাকরী করা নয়, প্রকৃতি ও শোষণ-নির্যাতনের বিরুদ্ধে নিরন্তর সংগ্রামের মধ্য দিয়ে অভিজ্ঞতা লাভ করে বেঁচে থাকার নামই শিক্ষা।” স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে ৬টি শিক্ষা কমিশন গঠন হয়েছে। শাসকশ্রেণী তাঁর ক্ষমতা টিকিয়ে রাখার জন্য নিজের উপযোগী করে কমিশনের নীতিমালা প্রণয়ন করে থাকে। প্রত্যেক কমিশনেই এটা প্রতিফলিত হয়েছে। আর এই জনবিরোধী শিক্ষানীতির বিরুদ্ধে ছাত্র সমাজের প্রত্যক্ষ ভূমিকা ছিল। পার্বত্য চট্টগ্রামের ছাত্র সমাজকেও শোষণমূলক শিক্ষানীতির বিরুদ্ধে সংগ্রাম করতে হবে।

 

এদিকে দিবসটি উপলক্ষে রাঙামাটির কতুকছড়িতে রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে সমাবেশে করেছে ইউপিডিএফ’র সমর্থিত বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) জেলা শাখা। এতে সংগঠনের সভাপতি কুনেন্টু চাকমার সভাপতিত্বে বক্তব্যে রাখেন গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক তুইক্যচিং মারমা,হিল উইমেন্স ফেডারেশনের জেলা শাখার সভাপতি মন্টি চাকমা ও পিসিপির নেতা নিকন চাকমা।

 

এর আগে একটি বিক্ষোভ-মিছিল হাফ বাজার থেকে শুরু করে কতুকছড়ি বাজার প্রদিক্ষণ করে মহাপ্রুম উচ্চ বিদ্যালয় গেইটের সামনে রাঙামাটি-চট্টগ্রাম সড়কের সমাবেশ করা হয়।

 

সমাবেশে বক্তারা পার্বত্য সকল জাতি সকল জাতিসত্বাদের মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা চালু করাসহ পাঁচ দফা দাবি জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ