শুক্রবার রাঙামাটিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও সচেতন নাগরিক কমিটি (সনাক) রাঙামাটির আয়োজনে সনাক, স্বজন, ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস সমন্বয় সভা অনুষ্টিত হয়।
সাবারাং রেস্টুরেন্ট-এ সমন্বয় সভায় সভাপতিত্ব করেন সনাক সহ সভাপতি জনাব অমলেন্দু হাওলাদার। স্বাগত বক্তব্যে প্রদান করেন সনাকের শিক্ষা বিষয়ক উপকমিটির আহবায়ক মিজ নিরূপা দেওয়ান। আরও বক্তব্য রাখেন স্বজন সদস্য শামীম আরা বেগম এবং ইয়েস দলনেতা সাচিং প্রু চৌধুরী। সমন্বয় সভা শেষে সনাক, স্বজন, ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস দের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
সমন্বয় সভায় সনাকের রাঙামাটির চলমান কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়। সভায় সনাক কার্যক্রমের ফলে প্রাথমিক শিক্ষা, স্বাস্থ্য ও স্থানীয় সরকারে (পৌরসভা) যে পরিবর্তন / অর্জন এবং কার্যক্রম বাস্তবায়নে চ্যালেঞ্জ চিহ্নিতকরন ও বাধাসমূহ উত্তরনের কৌশল নির্ধারন করা হয়। তাছাড়া দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনে আগামীর করনীয়/ কৌশল নির্ধারণ করা হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.