পার্বত্য চট্রগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনরে সংশোধনী আইন গেজেট আকারে প্রকাশের প্রতিবাদে এবং বাতিলের দাবিতে রোববার ঢাকায় ৫ বাঙালী সংগঠনের নেতৃবৃন্দ এক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।
পার্বত্য নাগরিক পরিষদের দপ্তর সম্পাদক মো: খলিলুর রহমান গণমাধ্যমে এক বিবৃতিতে বলা হয়, পার্বত্য গণ পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে সভায় সভাপতিত্ব করেন পার্বত্য নাগরিক পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আলকাছ আল মামুন ভূঁইয়া। এসময় উপস্থিত ছিলেন ,পার্বত্য গন পরিষদ ও প্রতিষ্ঠাতা সভাপতি পার্বত্য বাঙ্গালী ছাত্রঐক্য পরিষদের মহাসচি অ্যাডভোকেট পারভেজ তালুকদার , পার্বত্য গন পরিষদের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আলম খান, পার্বত্য চট্রগ্রাম সমঅধিকার আন্দোলনরে মহাসচিব মোঃ মনিরুজ্জামান মনির,পার্বত্য নাগরিক পরিষদের সাংগঠনিক সম্পাদক শেখ আহম্মেদ রাজু,পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ ঢাকা মহানগর সভাপতি সাহাদাত ফরাজি সাকিব মোঃ সাইফুল ইসলাম খান, মোঃ নাজমুল হোসেন প্রমুখ।
সভায় আগামী ১৭ আগষ্ট তিন পার্বত্য জেলায় গণ সংযোগ এবং লিফলেট বিতরণ, ১৮ আগষ্ট তিন পার্বত্য জেলায় এবং সকল উপজেলায বিক্ষোভ মিছিল, ১৯,২০,২১,২২ আগষ্ট তিন পার্বত্য জেলায় বিভিন্ন পেশাজীবিদের সাথে মত বিণিময়,২৪ আগষ্ট তিন পার্বত্য জেলা এবং উপজেলায় মশাল/মোমবাতি মিছিল, ২৮ আগষ্ট তিন পার্বত্য জেলায়,জেলাপ্রশাসেকের মাধ্যামে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি প্রধান ও গণপ্রতীক অনশনের ঘোষনা দেন। এছাড়া জাতীয় প্রেস ক্লাবে কেন্দ্রীয়ভাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে পরবর্তী কর্মসূচী ঘোষণা দেওয়া হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.