সোমবার স্যানিটেশন মাস উদযাপন উপলক্ষে নানিয়ারচর উপজেলায় এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে।
নানিয়ারচর উপজেলা প্রশাসনের সহযোগীতায় “এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ ও প্রোগ্রেসিভ বেসরকারী সংস্থার উদ্যোগে নানিয়ারচর উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নানিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট শক্তিমান চাকমা। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু ইউসুফ এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন নানিয়ারচর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রন বিকাশ চাকমা, এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ, চট্রগ্রাম অঞ্চলের আঞ্চলিক ব্যাবস্থাপক মোঃ রফিকুল ইসলাম মজুমদার, সহযোগী সংস্থার (প্রোগ্রেসিভ) নির্বাহী পরিচালক সুচরিতা চাকমা, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী শহিদুল ইসলাম ও ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অমর জীবন চাকমাসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন প্রোগ্রেসিভ সংস্থার ফ্যাসিলিটেটর জ্ঞান বিকাশ চাকমা।স্বাগত বক্তব্যে রাখেন এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ এর চট্রগ্রাম অঞ্চলের আঞ্চলিক ব্যাবস্থাপক রফিকুল ইসলাম মজুমদার।
সভায় বলা হয়,এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ এর (এ্যানহেনসিং গর্ভরনেন্স এন্ড কেপাসিটি অব সার্ভিসেস প্রোভাইডারস এন্ড সিভিল সোসাইটি ইন ডব্লিউএসএস) প্রকল্পের মাধ্যমে ২০১৩ ইং সাল হতে বর্তমান পর্যন্ত নানিয়ারচর উপজেলাধীন ঘিলাছড়ি ইউনিয়নের প্রায় ৯০০০জন উপকারভোগীকে নিরাপদ পানি ও স্যানিটেশন সেবা সেবা দেওয়া হচ্ছে। পাশাপাশি উপকারভোগীদেরকে উঠান বৈঠকের মাধ্যমে বিভিন্ন সচেতনতামূলক বার্তা প্রদান করা হচ্ছে এতে করে উপকারভোগীরা আগের চেয়ে বর্তমানে স্যানিটেশনের বিষয়ে অনেক সচেতন হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.