মঙ্গলবার বরকলে সামাজিক সুরক্ষা মেলা,নাটিকা ও সাংস্কৃতিক প্রর্দশণী মেলা অনুষ্ঠিত হয়েছে।
সেবা নেবো সেবা দেবো- সোনার দেশ গড়বো”- এ প্রতিপাদ্য বিষয়কে নিয়ে উপজেলা পুরাতন হল রুমে বেসরকারী উন্নয়ন সংস্থা টংগ্যা ও উপজেলা সুরক্ষা ফোরামের উদ্যোগে এবং মানুষের জন্য ফাউন্ডেশনের অর্থায়নে অয়োজিত মেলার উদ্ধেধক ও প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মনি চাকমা। উপজেলা সামাজিক সুরক্ষা ফোরামের সভাপতি প্রতিময় চাকমার সভাপতিত্বে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বদিউল আলম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিধান চাকমা মহিলা ভাইস চেয়ারম্যান শকুন্তলা চাকমা বরকল মডেল থানার অফিসার ইনর্চাজ নিলু কান্তি বড়ুয়া, টংগ্যার নির্বাহী পরিচালক বিপ্লব চাকমা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি পুলিন বিহারী চাকমা বরকল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাত কুমার চাকমা ভূষণছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিলিপ কুমার চাকমা উপজেলা সামাজিক সুরক্ষা ফোরাম প্রকল্পের প্রকল্প সমন্বয়ক উদ্ভাসন চাকমা কৃষি ব্যাংক বরকল শাখার ব্যবস্থাপক সতি রঞ্জন চাকমা সামাজিক সুরক্ষা ফোরামের ট্রেনিং কর্মকর্তা সজিব চাকমা প্রকল্প কর্মকর্তা শুভাশিষ চাকমা প্রমুখ। এছাড়াও টংগ্যার অন্যান্য প্রতিনিধি ও বরকল মডেল উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
সুরক্ষা মেলায় কৃষি ব্যাংক,সোনালি ব্যাংক,প্রাথমিক শিক্ষা অফিস,মাধ্যমিক শিক্ষা অফিস,মহিলা বিষয়ক অধিদপ্তর,সমাজ সেবা অফিস, ৫ইউনিয়ন পরিষদের ৫টি স্টল সহ ১১টি স্টল অংশ নিয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.