বৃহস্পতিবার রাঙামাটি শহরে পবিত্র ত্রিপিটক মোটর শোভাযাত্রা বের করা হয়েছে। রাঙামাটি রাজ বনবিহারের প্রধান ধর্মীয় গুরু প্রয়াত আর্যপুরুষ শ্রীমৎ সাধনানন্দ মহাস্থবরি বনভান্তরে ১০৪তম জন্ম বার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী নানান ধর্মীয় অনুষ্ঠানের অংশ হিসেবে এ শোভাযাত্রার আয়োজন করা হয়।
দুপুরে রাজ বন বিহার মাঠে বাংলায় প্রকাশিত সমগ্র ত্রিপিটক গ্রন্থের মোটর শোভাযাত্রার উদ্বোধন করেন রাজ বন বিহারের আবাসিক ভিক্ষু সংঘের প্রধান শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাস্থবির। এর পর বর্নাঢ্য মোটর শোভাযাত্রাসহকারে বিহার মাঠ থেকে শুরু করে রাঙামাটি শহরে চারদিকে প্রদক্ষিন করে। এসময় রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে শত শত বৌদ্ধ নর-নারীরা ত্রিপিটক বহনকারী গাড়ীতে ফুল ছিটিয় শ্রদ্ধা নিবেদন জানায়। এ শোভাযাত্রায় শতশত মোটর সাইকেল, ট্রাক, মাইক্রো, সিএনজি নিয়ে বৌদ্ধ ধর্মালম্বীরা অংশ নেন।
উল্লেখ্য, বৌদ্ধ ধর্মালম্বীদরে আর্যপুরুষ শ্রীমৎ সাধনানন্দ মহাস্থবির বনভান্তে ১৯২০ সালের ৮ জানুয়ারী রাঙামাটি সদর উপজেলার মগবান ইউনিয়নের মোড়ঘোনা গ্রামে জন্ম গ্রহন করেন। তিনি ২০১২ সালরে ৩০ জানুয়ারী ৯৩ বৎসর বয়সে পরিনির্বাণ(দহেত্যাগ) লাভ করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.