খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে শনিবার বৈসু-সাংগ্রাইং-বিজু-বিষু-বিহু ও বাংলা নববর্ষ ১৪২২ উদযাপন উপলক্ষে সপ্তাহ ব্যাপী বৈশাখী মেলার উদ্ধোধন ও বনার্ঢ শোভাযাত্রা বের করা হয়েছে।
খাগড়াছড়ি সরকারী হাইস্কুল মাঠে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি ২৯৮নং আসনে সংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ নবাগত চেয়ারম্যান কংজরী চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি সেনা রিজিয়নে কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সম মাহবুবুল আলম পিএসসি, সদর উপজেলা চেয়ারম্যান চঞ্চুমনি চাকমা, পৌর মেয়র মোঃ রফিকুল আলম প্রমুখ।
এসময় জেলা উপস্থিত ছিলেন পরিষদের সদস্য মংক্যচিং চৌধুরী, মোঃ জাহেদুল আলম, রেম্রাচাই চৌধুরী, মোঃ আব্দুল জব্বার, শতীষ চাকমা, এডভোকেট আশুতোষ চাকমা, মংসুইপ্র“ চৌধুরী অপু, শতরুপা চাকমা, খগেশ্বর ত্রিপুরা, খোকনেশ্বর ত্রিপুরাসহ বিভ্ন্নি পেশা শ্রেনীর লোকজন। খাগড়াছড়ি রিজিয়নের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট কর্মকর্তা/কর্মচারীগণ উপস্থিত ছিলেন । জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুর রহমান তরফদার উপস্থাপনায় এসময় উপস্থিত ছিলেন পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সালাহউদ্দিন আহম্মেদ, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ আব্দুল খালেক, অতিরিক্ত পুলিশ সুপার কানন আচার্য্য দেবনাথ, সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ সারোয়ার হোসেন, প্রেস ক্লাবে’র সভাপতি জীতেন বড়ুয়াসহ বিভিন্ন এলাকার গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন ।
এর আগে জেলা পরিষদ প্রাঙ্গন থেকে একটি শোভা যাত্রা শুরু হয়ে খাগড়াছড়ি সরকারী হাইস্কুল মাঠে গিয়ে শেষ হয় এবং সপ্তাহব্যাপী আনুষ্ঠানিক মেলার উদ্ভোধন করা হয় ।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.