রাঙামাটিতে অনুষ্ঠিত তিন দিন ব্যাপী আদিবাসী মেলা শুত্রবার সমাপ্ত হয়েছে।
রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রাঙ্গনে জুম ঈসথেটিকস কাউন্সিলের(জাক) উদ্যোগে সমাপনী দিনে মনোজ্ঞ আদিবাসী সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এছাড়া ঝিমিত ঝিমিত চাকমার রচিত ও নিদের্শনায় চাকমা ফিরিই মঞ্চস্থ করা হয়। সমাপনী দিনে প্রচুর দর্শকদের উপছে পড়ার লক্ষ্যে করা গেছে।
উল্লেখ্য,বুধবার পার্বত্য চট্টগ্রাম আদিবাসী সংস্কৃতি মেলার মঙ্গল প্রদীপ জ্বালিয়ে উদ্ধোধন করেন বিশিষ্ট সমাজকর্মী রেভা. এল ডনিয়েল বম। প্রধান অতিথি ছিলেন শিক্ষাবিদ প্রফেসর মংসানু চেৌধুরী।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.