রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা বলেছেন,পাহাড়ের হতদরিদ্র মানুষের কল্যাণে বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি বিষয়ক কার্যক্রমগুলোকে তরান্বিত করতে দাতা সংস্থা ইউএনডিপি-সিএইচটিডিএফ গুরুত্ব সহকারে কাজ করছে। তাদের এ কার্যক্রমের মাধ্যমে প্রত্যান্ত অঞ্চলের মানুষ অনেকটা সচেতন ও স্বাবলম্বী হয়েছে।
সোমবার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ-সিএইচটিডিএফ-ইউএনডিপি’র যৌথ প্রকল্পের প্রকল্প বাস্তবায়ন নির্দেশিকা চুড়ান্তকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে পরিষদ চেয়ারম্যান এসব কথা বলেন।
জেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এসএম জাকির হোসেন। এতে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন পরিষদের নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমেদ, সদস্য অমিত চাকমা রাজু, স্মৃতি বিকাশ ত্রিপুরা, মোঃ জানে আলম, ত্রিদিব কান্তি দাশ, জ্ঞানেন্দু বিকাশ চাকমা, সুবীর কুমার চাকমা, সাধন মনি চাকমা, থোয়াই চিং মারমা, চান মুনি তংচংগ্যা, জেবুনেনেছা রহিম, সান্তনা চাকমা’সহ ইউনিসেফ ও ইউএনডিপির কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
সভায় পরিষদ চেয়ারম্যান আরও বলেন, সরকারের পাশাপাশি দাতা সংস্থাগুলো এভাবে পাহাড়ের হতদরিদ্র মানুষের কল্যাণে কাজ করে গেলে প্রধানমন্ত্রীর ভিশন-২১ এর স্বপ্ন বাস্তবায়ন হতে বেশী সময় লাগবে না।
প্রকল্প বাস্তবায়ন নির্দেশিকাটি আগামীতে জেলা পরিষদের প্রকল্প গ্রহণ ও যথাযথভাবে বাস্তবায়ন করতে সহায়ক ভুমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.