মুজিব বর্ষের অাহ্বান,লাগাই গাছ বাড়াই বন- এ স্লোগান-কে সামনে রেখে সারা দেশের ন্যায় বৃহস্পতিবার রাঙামাটির বরকল উপজেলায় বিভিন্ন ইউনিয়নে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে ২০হাজার ৩শ ২৫টি ঔষধি, বনজ ও ফলজ জাতের চারাগাছ বিতরণ করা হয়।
বন বিভাগ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা প্রশাসনের মাঠ প্রাঙ্গণে চারা বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরকল উপজেলা পরিষদের চেয়ারম্যান বিধান চাকমা।
এসময় উপজেলা নির্বাহী অফিসার এসএম মনজুরুল হকের সভাপতিত্বে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শ্যাম রতন চাকমা,উপজেলা বন বিভাগের স্টেশন কর্মকর্তা নারায়ণ কুমার দাস, সহকারী স্টেশন কর্মকর্তা অাবুল হাশেম ও বনরক্ষী মোঃ সালাউদ্দীন সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন ইউনিয়নের জন প্রতিনিধি,গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভার শুরুতে চারা রোপণ কর্মসূচী পালন করা হয়। এসময় অংশগ্রহন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বিধান চাকমা,উপজেলা নির্বাহী অফিসার এসএম মনজুরুল হক ও বরকল উপজেলা বন বিভাগের স্টেশন কর্মকর্তা নারায়ণ কুমার দাসসহ অন্যান্যরা।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.