শেরে-বাংলা এ কে ফজলুল হক গবেষণা পরিষদের উদ্যোগে ঢাকায় আয়োজিত এক আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনায় ‘শেরে-বাংলা গোল্ড মেডেল’ পেলেন আলীকদম উপজেলার অসথু ত্রিপুরা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নব আরা বেগম।
শুক্রবার ঢাকার কাঁটাবন মোডের নিউ চিংড়ি চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত ‘বর্তমান শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষকের ভূমিকা ও আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা ২০২০-এ তিনি এ সম্মাননা পান।
সাংবাদিক ফরিদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফরাজী। বিশেষ অতিথি বক্তব্য রাখেন ভাষা সৈনিক লায়ন শামসুল হুদা, শেরে-বাংলা এ কে ফজলুল হক গবেষণা পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ মঞ্জুর হোসেন ঈসা ও মহাসচিব আর.কে রিপন প্রমুখ।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.